কক্সবাজারের টেকনাফে নাইট্যাংপাড়া এলাকা থেকে এক লাখ পিস ইয়াবা জব্দ করেছে কোস্টগার্ড।
শুক্রবার (১৪ জুলাই) সকালে নাইক্ষ্যংপাড়া নাফ নদী সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এসব ইয়াবা জব্দ করা হয়।
কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোরে টেকনাফের নাইক্ষ্যংপাড়া নাফ নদী সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়।
এসময় নাইক্ষ্যংপাড়া বরফ কল এলাকার প্যারাবনে দুইজনকে বস্তা হাতে যেতে দেখা যায়। এ সময় তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাদের থামার সংকেত দেওয়া হয়। এ সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে তারা বস্তা ফেলে পালিয়ে যায়। তাদের ফেলে যাওয়া বস্তা থেকে দুইটি প্যাকেটে এক লাখ পিস ইয়াবা জব্দ করা হয়।
তিনি আরও বলেন, জব্দকৃত ইয়াবা টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
৫ দিন ১০ ঘন্টা ২৬ মিনিট আগে
৮ দিন ১২ ঘন্টা ২৫ মিনিট আগে
১৯ দিন ১৪ ঘন্টা ১৪ মিনিট আগে
৩৯ দিন ৭ ঘন্টা ২২ মিনিট আগে
৫২ দিন ১১ ঘন্টা ৫২ মিনিট আগে
৭৮ দিন ১৭ ঘন্টা ১২ মিনিট আগে
৯৬ দিন ১৭ ঘন্টা ৩৮ মিনিট আগে
৯৬ দিন ১৭ ঘন্টা ৪০ মিনিট আগে