নাফনদীতে কাঁকড়া শিকারে গিয়ে নিখোঁজ হয়েছেন রাখাইন নারী মা গং। নাফনদীর কিনারে কেওড়া বাগানে কাঁকড়া শিকারে যান তিনি।
রাখাইন নারী মা গং(৫১) টেকনাফ উপজেলা হ্নীলা চৌধুরী পাড়া রাখাইন পল্লীর থোয়াইনছার স্ত্রী।
নিখোঁজের পরিবার জানায়, সোমবার (৩ জুন) সকালে স্ত্রী মা গং পার্শ্ববর্তী নাফনদীর কিনারে কেওড়া বাগানে কাঁকড়া শিকারে গিয়ে এ রিপোর্ট লেখা পর্যন্ত বাড়িতে ফিরে আসেনি। এই ঘটনায় পরিবার ও প্রতিবেশীদের মধ্যে অজানা আতঙ্ক ছড়িয়ে পড়েছে বলে জানান তার পরিবার।
এবিষয়ে স্থানীয় চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী জানান, খবর পেয়েছি আমার ইউনিয়নের চৌধুরী পাড়ার রাখাইন এক নারী নাফনদীতে কাকঁড়া শিকার করতে গিয়ে নিখোঁজ হয়েছে, এবিষয়ে প্রশাসনকে অবগত করা হয়েছে,আমরাও খুঁজাখুঁজি করতেছি৷
অন্যদিকে বিগত ১৬ মে বৃহস্পতিবার হোয়াইক্যং নাফসীমান্তে কাকঁড়া শিকার করতে গিয়ে দুই চাকমা যুবক অপহরণের ১৮দিন অতিবাহিত হলেও এখনো খোঁজ মিলেনি তাদের৷ অপহরণের শিকার ওই দুই যুবক ছিলেন টেকনাফের হোয়াইক্যং লম্বাগোনা এলাকার মৃত ওচামং চাকমার ছেলে চৈলা মং চাকমা ও মংথাইংছিং তঞ্চঙ্গ্যা চাকমার ছেলে ক্যমংখো এ তঞ্চঙ্গ্যা৷
এদিকে নিখোঁজ মা গং কে ফিরে পেতে প্রশাসন ও সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করছেন ভুক্তভোগী পরিবার৷
৩ দিন ৫ ঘন্টা ৪৫ মিনিট আগে
১২ দিন ৭ ঘন্টা ৮ মিনিট আগে
১৫ দিন ৯ ঘন্টা ৭ মিনিট আগে
২৬ দিন ১০ ঘন্টা ৫৬ মিনিট আগে
৪৬ দিন ৪ ঘন্টা ৩ মিনিট আগে
৫৯ দিন ৮ ঘন্টা ৩৩ মিনিট আগে
৮৫ দিন ১৩ ঘন্টা ৫৩ মিনিট আগে
১০৩ দিন ১৪ ঘন্টা ১৯ মিনিট আগে