বৈরী আবহাওয়ার কারণে স্থগিত টেকনাফ উপজেলা পরিষদের সেন্টমার্টিন ইউনিয়নের ৬০নং জিনজিরা সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের ভোটগ্রহণ চলছে। শুধুমাত্র ভাইস চেয়ারম্যান পদে ভোটগ্রহণ চলছে কেন্দ্রটিতে।
উৎসবমুখর পরিবেশে প্রথমবারের মতো ইভিএমে
বুধবার (৫ জুন) সকাল ৮টা থেকে শুরু হয় ভোট গ্রহণ।
স্থানীয় তরুণ ভোটার নূর মোহাম্মদ শওকত বলেন, প্রথমবারের মতো সেন্টমার্টিনে ইভিএমে ভোটাররা ভোট দিতে আসছে।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মেহেদী হাসান জানান,
দুপুর ১২ টায় ২৮% ভোট পড়েছে। বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের উপস্থিতি বেড়েছে। দুপুর ২টা পর্যন্ত ৩৫ শতাংশ ভোট পড়েছে কেন্দ্রটিতে।
এতে মোট ভোটার রয়েছে ৩ হাজার ৭১৩ জন। যার মধ্যে পুরুষ ১৮ শ’ ৫৮ জন এবং নারী ভোটার ১৮ শ’ ৫৫ জন।
তবে এ কেন্দ্রে ভোটগ্রহণ হয়েছে ‘ ভাইস চেয়ারম্যান ‘ পদে। বাকি দুই পদে বিপুল ভোটে চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় ভোটগ্রহণ হচ্ছে না।
উপজেলা নির্বাচন সূত্রে জানা যায়, মূলত টেকনাফ উপজেলা পরিষদ নির্বাচনে অনুষ্ঠিত ৫৯ কেন্দ্রের ভোটে চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান দুই পদে জাফর আহমেদ ও মর্জিনা আকতার বিপুল ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। ফলে এ দুই পদে ভোটগ্রহণ হচ্ছে না।
৩ দিন ৫ ঘন্টা ৪৮ মিনিট আগে
১২ দিন ৭ ঘন্টা ১১ মিনিট আগে
১৫ দিন ৯ ঘন্টা ১০ মিনিট আগে
২৬ দিন ১০ ঘন্টা ৫৯ মিনিট আগে
৪৬ দিন ৪ ঘন্টা ৭ মিনিট আগে
৫৯ দিন ৮ ঘন্টা ৩৭ মিনিট আগে
৮৫ দিন ১৩ ঘন্টা ৫৬ মিনিট আগে
১০৩ দিন ১৪ ঘন্টা ২৩ মিনিট আগে