কক্সবাজারের টেকনাফ থানাধীন সাবরাং এলাকায় অভিযান চালিয়ে বিদেশী মদসহ একজন মাদক ব্যবসায়ী আটক করেছে র্যাব-১৫ এর সদস্যরা।
কক্সবাজার র্যাব-১৫ অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মোঃ আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান,শনিবার (১৮ ফেব্রুয়ারী) র্যাব-১৫, কক্সবাজার এর সিপিসি-১, টেকনাফ ক্যাম্পের আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অবগত হয়ে টেকনাফ থানাধীন সাবরাং পুরান পাড়া ৬নং ওয়ার্ডের অন্তর্গত জনৈক আবুল কালামের বসতঘরের নিকট এক অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ১১টি বিদেশী মদের বোতলসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত ব্যক্তির বিস্তারিত পরিচয় সাবরাং ইউনিয়নের ৬নং ওয়ার্ড পুরান পাড়ার আবুল কালামের ছেলে মোহাম্মদ আরাফাত (১৯) বলে জানা যায়। জিজ্ঞাসাবাদে ধৃত ব্যক্তি আরো জানায়, সে দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য মদ টেকনাফ সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ করে টেকনাফসহ কক্সবাজার জেলার বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছে। অদ্য উপরোল্লিখিত বিদেশী মদসহ র্যাবের আভিযানিক দলের কাছে ধৃত হয়।
তিনি আরো জানান,আটককৃত ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
১ দিন ২২ ঘন্টা ৪৪ মিনিট আগে
১৩ দিন ৩৩ মিনিট আগে
৩২ দিন ১৭ ঘন্টা ৪০ মিনিট আগে
৪৫ দিন ২২ ঘন্টা ১০ মিনিট আগে
৭২ দিন ৩ ঘন্টা ৩০ মিনিট আগে
৯০ দিন ৩ ঘন্টা ৫৭ মিনিট আগে
৯০ দিন ৩ ঘন্টা ৫৮ মিনিট আগে
৯২ দিন ৩ ঘন্টা ৭ মিনিট আগে