কক্সবাজারের উখিয়ার ব্যস্ততম স্টেশন কোটবাজারে যাত্রীবাহী সেন্টমার্টিন হেরিটেজ বাসের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন।
৯ এপ্রিল (রোববার) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহিদ এটিএম জাফর আলম আরাকান সড়কের (কক্সবাজার-টেকনাফ সড়ক) এর কোটবাজার ঝাউতলা এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিহত ব্যাক্তি হলেন- উখিয়ার রাজাপালং ইউনিয়নের তুতুরবিল এলাকার মৃত কবির আহমদের ছেলে ফরিদ আহমেদ (প্রকাশ ফরিদ মিস্ত্রি)।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, সেন্টমার্টিন হেরিটেজের যাত্রীবাহী বাসগাড়ি দ্রুত গতিতে টেকনাফ থেকে কক্সবাজার যাচ্ছিল। এসময় কোটবাজার ঝাউতলায় এলাকায় ফরিদ আহমেদ রাস্তা পার হওয়ার সময় তাকে ধাক্কা দিলে তিনি পড়ে ওই গাড়ির পিছনের চাকায় পিষ্ট হয়ে রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে যান। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে কোটবাজার অরিজিন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর বিক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করে কোটবাজার স্টেশন মোড়ে গাড়িটিকে আটকে রেখে ভাঙচুর করার চেষ্টা করলে পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।
উখিয়া থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, পথচারীকে চাপা দেওয়া গাড়িটা আটক করা হয়েছে। এ ব্যাপারে পরবর্তী পদক্ষেপ নেওয়া হচ্ছে।
৫ ঘন্টা ৩৬ মিনিট আগে
১১ ঘন্টা ৫৬ মিনিট আগে
২ দিন ৫ ঘন্টা ১৩ মিনিট আগে
৬ দিন ৩ ঘন্টা ২৩ মিনিট আগে
৭ দিন ১১ ঘন্টা ৫৯ মিনিট আগে
১১ দিন ৬ ঘন্টা ৪৫ মিনিট আগে
১৩ দিন ৩ ঘন্টা ৫২ মিনিট আগে
১৪ দিন ১ ঘন্টা ১২ মিনিট আগে