উখিয়ায় শীর্ষ সন্ত্রাসী চাঞ্চল্যকর সিক্স মার্ডারসহ ছয়টি হত্যা মামলা ও অস্ত্র মামলার আসামী গ্রেফতার
কক্সবাজারের উখিয়া থানাধীন রোহিঙ্গা ক্যাম্প-১৮ ব্লক- এম/১৯ এর হারুনের বসত ঘরের সামনে থেকে আরসার শীর্ষ সন্ত্রাসী চাঞ্চল্যকর সিক্স মার্ডারসহ ছয়টি হত্যা মামলা ও অস্ত্র মামলার আসামী গ্রেফতার করা হয়েছে।
কক্সবাজার ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন এপিবিএন অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোঃ আমির জাফর বিপিএম এঘটনার সত্যতা নিশ্চিত করেন,
গত ১১ জুন দুপুর আনুমানিক বিকেল ৩.৪০ ঘটিকার দিকে ৮ এপিবিএন এর অধিনায়ক মোঃ আমির জাফর বিপিএম এর নির্দেশে সহ-অধিনায়ক খন্দকার ফজলে রাব্বি এর তত্ত্বাবধানে অতিরিক্ত পুলিশ সুপার মহরম আলী এর নেতৃত্বে সহকারী পুলিশ সুপার রসুল আহমদ নিজামী, এসআই ফরিদ আহমেদ, সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিত শ্বাসরুদ্ধকর অভিযান পরিচালনা করে ময়নারঘোনা পুলিশ ক্যাম্পের আওতাধীন এফডিএমএন ক্যাম্প-১৮ এর ব্লক- এম/১৯ এর এফডিএমএন সদস্য হারুনের বসত ঘরের সামনে হতে আরসার শীর্ষ সন্ত্রাসী চাঞ্চল্যকর সিক্স মার্ডারসহ ছয়টি হত্যা মামলা, অস্ত্র মামলা, অন্যান্য মামলার আসামী সাব্বির আহমেদ (প্রকাশ লালু) (৩০), উখিয়ার ক্যাম্প-১৮, সাব ব্লক-এম/১২, ব্লক-ই, এফসিএন নং-২৮৪২৭৩, এর আব্দুল মোতালেব এর ছেলেকে ১টি অবৈধ ওয়াকিটকি সেটসহ গ্রেফতার করা হয়।
আটককৃত সাব্বির আহমেদ (লালুর বিরুদ্ধে দায়েরকৃত মামলার) এর বিবরণ- ১। উখিয়া থানার মামলা নং-৭২, তারিখ-২৪/১০/২০২১খ্রিঃ ধারা-১৪৩/৪৪৭/৪৪৮/৩২৬/৩০২/৩৭৯/৩৮০/৪২৭/৫০৬/৩৪ পেনাল কোড এর এজাহার নামীয় ৯নং আসামী। ২। উখিয়া থানার মামলা নং-৮৪, তারিখ-২২/০৯/২০২২খ্রীঃ ধারা-১৪৩/৩২৬/৩০২/৩৪ পেনাল কোডের ৪নং এজাহার নামীয় আসামী, ৩। উখিয়া থানার মামলা নং-৯৭, তারিখ- ১৮/০৬/২০২২ খ্রীঃ ধারা- 1878 the arms act 19-A/19(f) এর এজাহার নামীয় ৫নং আসামী। ৪। উখিয়া থানার মামলা নং-১৪, তারিখ-০৫/১০/২০২২খ্রিঃ ধারা-১৪৩/১৪৭/১৪৮/১৪৯/৩২৩/৩৩২/৩৫৩/৩০৭/৪২৭/৫০৬(৪)/৩৪ পেনাল কোডের ৮নং এজাহার নামীয় আসামী। ৫। উখিয়া থানার মামলা নং-২২, তারিখ-০৭/১০/২০২২খ্রিঃ ধারা- ১৪৩/৩২৬/৩০৭/৩০২/৪২৭/৫০৬/৩৪ পেনাল কোডের ৮নং এজাহার নামীয় আসামী। ৬। উখিয়া থানার মামলা নং-২৫, তারিখ-১৫/০৪/২০২৩খ্রিঃ ধারা-১৪৩/১৪৭/১৪৮/১৪৯/৩৩২/৩৩৩/৩৫৩/৩০২/৩৪ পেনাল কোডের ৪নং এজাহার নামীয়
ওয়াকিটকি সেট ০১(এক) টি উদ্ধার করা হয়েছে।
আটককৃত আসামী হলেন, সাব্বির আহমেদ লালু (৩০), পিতা-আব্দুল মোতালেব, মাতা-আছিয়া খাতুন, এফসিএন নং-২৮৪২৭৩, ব্লক-ই, সাব ব্লক-এম/১২, ক্যাম্প-১৮ থানা-উখিয়া, জেলা-কক্সবাজার।
৮ এপিবিএন সহকারী পুলিশ সুপার (ইন্টেলিজেন্স ও মিডিয়া) মোঃ ফারুক আহমেদ বলেন, গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে বিভিন্ন হত্যাকাণ্ডের ক্লু উদঘাটনের চেষ্টা করে হচ্ছে। ধৃত আসামীকে উখিয়া থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন।
১ দিন ১৪ ঘন্টা ৯ মিনিট আগে
৫ দিন ১০ ঘন্টা ২৭ মিনিট আগে
৭ দিন ৭ ঘন্টা ৪৪ মিনিট আগে
৭ দিন ১৪ ঘন্টা ৪ মিনিট আগে
৯ দিন ৭ ঘন্টা ২০ মিনিট আগে
১৩ দিন ৫ ঘন্টা ৩০ মিনিট আগে
১৪ দিন ১৪ ঘন্টা ৭ মিনিট আগে
১৮ দিন ৮ ঘন্টা ৫২ মিনিট আগে