রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র পাচারের সময় দুই রোহিঙ্গাকে আটক করেছে উখিয়া থানা পুলিশ। এসময় তাদের দেহ তল্লাশি করে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা দুটি অস্ত্র ও ৫০ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৪ জুন) বিকেল ৫টার দিকে কক্সবাজার-টেকনাফ সড়ক লাগোয়া উখিয়ার কোটবাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় ।
এঘটনায় আটককৃত দুই রোহিঙ্গা আবু বক্কর ও সাদ্দাম কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী বলেন, “পুলিশের কাছে তথ্য ছিল, রামু থেকে অস্ত্র সংগ্রহ করে দুই রোহিঙ্গা ক্যাম্পের দিকে যাচ্ছিল। দিনব্যাপী প্রচেষ্টার পর তাদের আটক করা হয়।”
রোহিঙ্গা ক্যাম্প কেন্দ্রিক কোনো সন্ত্রাসী গোষ্ঠীর সাথে আটককৃতরা জড়িত কিনা খতিয়ে দেখা হচ্ছে উল্লেখ করে ওসি জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীন।
১ দিন ১৪ ঘন্টা ৯ মিনিট আগে
৫ দিন ১০ ঘন্টা ২৭ মিনিট আগে
৭ দিন ৭ ঘন্টা ৪৪ মিনিট আগে
৭ দিন ১৪ ঘন্টা ৪ মিনিট আগে
৯ দিন ৭ ঘন্টা ২০ মিনিট আগে
১৩ দিন ৫ ঘন্টা ৩০ মিনিট আগে
১৪ দিন ১৪ ঘন্টা ৭ মিনিট আগে
১৮ দিন ৮ ঘন্টা ৫২ মিনিট আগে