কক্সবাজারের উখিয়ার ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সাবেক মাঝি (নেতা) জাফর আলমকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
ওই সময় ক্যাম্পে ফাঁকা গুলিও ছোড়েছে তারা।
বুধবার সকাল সোয়া ১০টার দিকে এসব তথ্য নিশ্চিত করেন ৮ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সহকারী পুলিশ সুপার (এএসপি) ফারুক আহমেদ।
তিনি জানান, মঙ্গলবার রাত সাড়ে তিনটার দিকে ১৮ নম্বর ক্যাম্পে ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে দুর্বৃত্তরা। পরে ক্যাম্পের সাবেক মাঝি জাফরকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় তারা।
এএসপি জানান, আহত জাফরকে প্রথমে কুতুপালং এমএসএফ হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে চট্টগ্রাম নেয়ার পথে তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, কে বা কারা হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা তদন্ত করছে এপিবিএন।
৫ ঘন্টা ৩৬ মিনিট আগে
১১ ঘন্টা ৫৬ মিনিট আগে
২ দিন ৫ ঘন্টা ১৩ মিনিট আগে
৬ দিন ৩ ঘন্টা ২৩ মিনিট আগে
৭ দিন ১১ ঘন্টা ৫৯ মিনিট আগে
১১ দিন ৬ ঘন্টা ৪৫ মিনিট আগে
১৩ দিন ৩ ঘন্টা ৫২ মিনিট আগে
১৪ দিন ১ ঘন্টা ১৩ মিনিট আগে