কক্সবাজারের উখিয়া রাজাপালং ইউনিয়ন পরিষদ কর্তৃক আয়োজিত নারী ও শিশুর প্রতি সহিংসতা এবং বাল্য বিয়ে প্রতিরোধে জনসচেতনতায় কমিউনিটি পর্যায়ে খেলাধুলা ও সাংস্কৃতিক কার্যক্রমের মাধ্যমে সম্প্রীতির মেলা অনুষ্ঠিত হয়।
২৭ নভেম্বর সকাল থেকে দিনব্যাপী উখিয়া উপজেলা ৪নং রাজাপালং ইউনিয়ন পরিষদের আয়োজিত পাতাবাড়ি খেলার মাঠে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির সার্বিক তত্ত্বাবধানে নয়টি ওয়ার্ড পর্যায়ের পল্লী সমাজ দলভুক্ত সদস্যদের নিয়ে এ সম্প্রীতি মেলা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জননেতা জাহাঙ্গীর কবির চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজাপালং ইউনিয়ন পরিষদের সকল ইউপি সদস্য-সদস্যগন।
খেলায় হাড়ি ভাঙ্গা, ঝুঁড়িতে বল নিক্ষেপ, উপস্থিত বুদ্ধি যাচাই, মোরগ যুদ্ধ, কৃষকদের বলি খেলা, দৌড় প্রতিযোগিতা, বালিশ পাচারসহ নানা খেলা অনুষ্ঠিত হয় এবং পুরস্কার বিতরণের মধ্যে দিয়ে খেলার সমাপ্তি ঘোষনা করা হয়।
মেলায় বাচ্চাদের বিস্কুট খাওয়া, মেয়েদের নৃত্য, নারীদের বালিশ খেলা ও ছেলেদের ব্যাংঙ লাফ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতা শেষে বিজয়ী সদস্যদের মধ্যে পুরুস্কার প্রধান করা হয়। মেলা পরিচালনা করেন ব্র্যাক সেলপ প্রোগ্রামের ডিস্ট্রিক ম্যানেজার মোঃ আশরাফুল ইসলাম।
পুরস্কার বিতরন শেষে রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধক নিয়ে উপস্থিত সকলকে সচেতন করেন।
৫ ঘন্টা ৩৬ মিনিট আগে
১১ ঘন্টা ৫৬ মিনিট আগে
২ দিন ৫ ঘন্টা ১৩ মিনিট আগে
৬ দিন ৩ ঘন্টা ২৩ মিনিট আগে
৭ দিন ১১ ঘন্টা ৫৯ মিনিট আগে
১১ দিন ৬ ঘন্টা ৪৫ মিনিট আগে
১৩ দিন ৩ ঘন্টা ৫২ মিনিট আগে
১৪ দিন ১ ঘন্টা ১৩ মিনিট আগে