কক্সবাজারের উখিয়া থানাধীন পালংখালী এলাকায় অভিযান চালিয়ে ৩০ হাজার পিস ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৫ এর সদস্যরা।
কক্সবাজার র্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মোঃ আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।তিনি জানান, শুক্রবার (৩ মার্চ) রাতে র্যাব-১৫, কক্সবাজার এর সিপিসি-২, হোয়াইক্যং ক্যাম্পের আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া থানাধীন পালংখালী ইউপিস্থ মরাগাছতলা ক্যাম্প-১১, সিআইসি অফিসের সামনে কক্সবাজার-টেকনাফ পশ্চিম পার্শ্বস্থ পাকা রাস্তার উপর নিকট অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে একজন মাদক ব্যবসায়ীকে আটক করে। উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তির দেহ তল্লাশী করে তার হেফাজত থেকে সর্বমোট ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত ব্যক্তির বিস্তারিত পরিচয় উখিয়া পালংখালী ইউনিয়নের বালুখালী ৮নং ওয়ার্ড নলবনিয়ার জাকির হোসেনের ছেলে আব্দুল শুক্কুর(৩৬) বলে জানা যায় এবং আভিযানিক দল বর্ণিত স্থানে পোঁছানোর পূর্বেই একজন মাদক ব্যবসায়ী পালিয়ে যায় মর্মে ধৃত মাদক ব্যবসায়ী স্বীকার করে। জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, ধৃত ও পলাতক ব্যক্তিদের পরস্পর যোগসাজসে ইয়াবা ট্যাবলেটগুলো টেকনাফ সীমান্তবর্তী এলাকা হতে ক্রয় করে বেশি দামে বিক্রয় করার উদ্দেশ্যে বর্ণিত স্থানে অবস্থান করছিল মর্মে জানা যায়। অদ্য উপরোল্লিখিত ইয়াবাসহ র্যাব-১৫ এর আভিযানিক দলের কাছে ধৃত হয়।
তিনি আরো জানান, ধৃত ও পলাতক মাদক কারবারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
৫ ঘন্টা ৩৫ মিনিট আগে
১১ ঘন্টা ৫৫ মিনিট আগে
২ দিন ৫ ঘন্টা ১১ মিনিট আগে
৬ দিন ৩ ঘন্টা ২১ মিনিট আগে
৭ দিন ১১ ঘন্টা ৫৮ মিনিট আগে
১১ দিন ৬ ঘন্টা ৪৩ মিনিট আগে
১৩ দিন ৩ ঘন্টা ৫১ মিনিট আগে
১৪ দিন ১ ঘন্টা ১১ মিনিট আগে