উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের আইন-শৃঙ্খলা পরিস্থিতি দিন দিন অবনতির দিকে ধাবিত হচ্ছে। ক্যাম্পে প্রতিনিয়ত খুন, অপহরন, মাদক পাচার সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডের ন্যায় ঘটনা সংঘটিত হওয়ায় সাধারন রোহিঙ্গা সহ এলাকার লোকজনের মনে ভীতি দেখা দিয়েছে।
উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে সৈয়দ হোসেন (৪৫) নামে আরেক রোহিঙ্গা মাঝিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। ৮ মার্চ বুধবার দিবাপূর্ব রাত ২টার দিকে উখিয়ায় ২নং ক্যাম্পে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি ২নং ক্যাম্পের মাঝি ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী।
তিনি বলেন, একটি দুর্বৃত্তের দল ঘরে ডুকে রোহিঙ্গা মাঝিকে গুলি করে পালিয়ে যায়। গুলিবিদ্ধ ব্যক্তিকে উদ্ধার করে এনজিও সংস্থা পরিচালিত এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই নিয়ে টানা দুই দিনে দুই মাঝিকে হত্যা করা হয়েছে। কী কারণে এ হত্যাকাণ্ড হচ্ছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ময়না তদন্তের জন্য মরদেহ উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িতদের আটক করতে পুলিশের বিশেষ অভিযান চলছে।
রোহিঙ্গা জঙ্গী সংগঠন আরসা ও আল ইয়াকিন হত্যা কান্ডের ঘটনা গুলো সংঘটিত করছে বলে দাবী করছেন সাধারন রোহিঙ্গা জনগোষ্ঠী। প্রতিনিয়ত খুন, অপহরন, মাদক পাচার সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডের ন্যায় ঘটনা সংঘটিত হওয়ায় সাধারন রোহিঙ্গা সহ এলাকার লোকজনের মনে ভীতি দেখা দিয়েছে। অনতিবিলম্বে ব্যবস্থা নেয়া হলে পরিস্থিতি আরো খারাপের দিকে যাবে বলে মনে করছেন সচেতন মহল।
প্রসঙ্গত, এর আগের দিন ৭ মার্চ মঙ্গলবার দিবাপূর্ব রাতে বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে নূর হাবি ওরফে ওয়াক্কাস রফিক (৪০) নামের এক রোহিঙ্গা মাঝিকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।
৫ ঘন্টা ৩৬ মিনিট আগে
১১ ঘন্টা ৫৬ মিনিট আগে
২ দিন ৫ ঘন্টা ১৩ মিনিট আগে
৬ দিন ৩ ঘন্টা ২৩ মিনিট আগে
৭ দিন ১১ ঘন্টা ৫৯ মিনিট আগে
১১ দিন ৬ ঘন্টা ৪৫ মিনিট আগে
১৩ দিন ৩ ঘন্টা ৫২ মিনিট আগে
১৪ দিন ১ ঘন্টা ১২ মিনিট আগে