ভারতের কর্ণাটকের পুনে-ব্যাঙ্গালোর হাইওয়েতে সড়ক দুর্ঘটনায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো অনেকেই। যাত্রীবোঝাই একটি মিনিবাস হাইওয়েতে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে ধাক্কা দিলে হতাহতের এই ঘটনা ঘটে।
শুক্রবার (২৮ জুন) এক প্রতিবেদনে সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, শুক্রবার ভোর পৌনে ৪টায় দক্ষিণাঞ্চলীয় এই রাজ্যটির হাভেরি জেলার গুন্ডেনাহাল্লি ক্রসিংয়ের কাছে দুর্ঘটনাটি ঘটে। ১৭ জন যাত্রী ওই মিনি বাসে করে ভ্রমণ করছিলেন।
নিহতরা শিবমোগার বাসিন্দা এবং তীর্থযাত্রার জন্য তারা বেলাগাভি জেলায় গিয়েছিলেন। সেখান থেকে বাড়ি ফেরার সময় এই দুর্ঘটনাটি ঘটে।
আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে পুলিশ জানিয়েছে। দুর্ঘটনার কারণ জানা না গেলেও প্রতিবেদনে দাবি করা হয়েছে, মিনি বাসের চালক গাড়ি চালানো অবস্থাতেই ঘুমিয়ে পড়েছিলেন।
১৩১ দিন ৯ ঘন্টা ৪৬ মিনিট আগে
২৭১ দিন ৮ ঘন্টা ২৯ মিনিট আগে
২৯১ দিন ৮ ঘন্টা ০ মিনিট আগে
২৯৪ দিন ২১ ঘন্টা ৫৩ মিনিট আগে
৩০২ দিন ৯ ঘন্টা ৫১ মিনিট আগে
৩১৩ দিন ৫ ঘন্টা ৪৫ মিনিট আগে
৩১৩ দিন ৬ ঘন্টা ৫৯ মিনিট আগে
৩৪৭ দিন ৫ ঘন্টা ২৫ মিনিট আগে