সড়ক নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে জয়পুরহাটে পথসভা আশাশুনিতে প্লাস্টিক বর্জ্যে পরিবেশের চরম বিপর্যয়,নদী, খাল, কৃষিজমি ও জনস্বাস্থ্য চরম হুমকির মুখে। জয়পুরহাটে বুপ্রেনরফিন ইঞ্জেকশনসহ ০২ জন মাদক কারবারী গ্রেপ্তার লালপুরে মাদক ব্যবসায়ী ফজলু আটক জবিতে ২২ জুন থেকে প্রথম বর্ষের ক্লাস শুরুর ঘোষণা উপাচার্যের লাখাইয়ে মিষ্টি মধুর সুঘ্রানই বলে দেয় ফলের মাস জৈষ্ঠের আগমন। বৃষ্টিতে ভিজে বিজয় উল্লাস জবি শিক্ষার্থীদের, হাসি মুখে ফিরল ক্যাম্পাসে কোম্পানীগঞ্জে প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি নির্বাচিত শেখ ফরিদ আহম্মেদ কচুয়া উপজেলা বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত কচুয়া উপজেলা বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে অংশগ্রহণ করলেন মানবতার আহবান ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এস এম সাইদুর রহমান নাবিল পবিপ্রবির নতুন বাসে ভুল বানান: দায়িত্বপ্রাপ্ত শিক্ষকের অবহেলার অভিযোগ শেরপুর সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন-এর ঝিনাইগাতী উপ-শাখা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত বাকৃবিতে শিক্ষক-শিক্ষার্থী মতবিনিময়ে শিক্ষার মানোন্নয়ন ও মাদকবিরোধী আলোচনা নওয়াপাড়া পৌরসভার মহাকাল ১ নম্বর ওয়ার্ডের পূর্বাচল লেনে জলাবদ্ধতায় জনদুর্ভোগ শান্তিগঞ্জের পাইকাপনে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আব্দুল্লাহ ফাউন্ডেশন লালপুরে কোরবানির জন্য প্রস্তুত ৭৬ হাজার পশু বোতল কাণ্ডে আটক জবি শিক্ষার্থী, ডিবি অফিস ঘেরাও এর হুঁশিয়ারি মোংলায় ধর্ষণের অভিযোগে যুবক কারাগারে আজ সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে

পারমাণবিক কেন্দ্রে হামলার আশঙ্কা, মানুষজন সরিয়ে নিচ্ছে রাশিয়া

ইউক্রেনের কাছ থেকে পাল্টা হামলার আশংকা থেকে জাপোরিশা অঞ্চলের ১৮টি ছোট ছোট শহর থেকে মানুষজনকে চলে যেতে বলা হয়েছে। এই ১৮টি বসতির মধ্যে রয়েছে এনারোদার যেটি জাপোরিশা পারমাণবিক কেন্দ্রটির কাছে।


ইউক্রেনের মেলিটোপোল শহরের মেয়র ইভান ফোদোরভ, যিনি এখন পালিয়ে গিয়ে অন্য শহরে থাকেন, বলেন হাজার হাজার গাড়ি এসব শহর থেকে বেরিয়ে যেতে শুরু করলে রাস্তায় পাঁচ ঘণ্টার যানজট তৈরি হয়।


আন্তর্জাতিক আণবিক শক্তি কমিশন আইএইএ-র পরিচালক রাফায়েল গ্রসি বলেছেন জাপোরিশা পারমাণবিক কেন্দ্রের পরিস্থিতি ক্রমেই “অনিশ্চিত এবং সম্ভাব্য বিপজ্জনক হয়ে উঠছে।“


আইএইএ-র এক বিবৃতিতে বলা হয়েছে, “কেন্দ্রের রক্ষণাবেক্ষণে কর্মীরা এখনো সেখানে রয়েছে তবে তাদের মধ্যে নিজেদের এবং পরিবারের নিরাপত্তা নিয়ে মানসিক চাপ এবং উত্তেজনা বাড়ছে।“


বিবৃতিতে আরও বলা হয় কেন্দ্রে অবস্থানরত বিশেষজ্ঞরা খবর পেয়েছেন যে জাপোরিশা কেন্দ্রের সিংহভাগ কর্মী যে শহরে থাকেন সেই এনারহোদার থেকে লোকজন চলে যাচ্ছে।


শুক্রবার রাশিয়ার নিয়োগ করা জাপোরিশা অঞ্চলের প্রশাসনিক প্রধান ইয়েভগেনি বালিতস্কি বলেন “রণাঙ্গনের কাছাকাছি বসতিগুলোতে গত কয়েকদিন ধরে শত্রুরা গোলাবর্ষণ করছে।“


সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লেখেন, “এই অবস্থায় আমি ঐসব বসতি থেকে প্রথম দফায় শিশু ও তাদের অভিভাবক, বয়স্ক ও শারীরিক প্রতিবন্ধী এবং হাসপাতালের রোগীদের নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।”


গত বছর রাশিয়া জাপোরিশা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি সহ অঞ্চলের বিশাল এলাকা দখল করে। সেসময় এই কেন্দ্রের কাছে গোলাবর্ষণে বিদ্যুৎ সরবরাহ বাধাগ্রস্ত হওয়ায় কেন্দ্রটির নিরাপত্তা নিয়ে প্রচণ্ড আতংক তৈরি হয়।


গত মার্চেও আইএইএ সাবধান করে যে বিদ্যুৎ সরবরাহ লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় কেন্দ্রটি এখন ডিজেল জেনারেটরে চলছে।


গত বছর ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে সামরিক হামলা শুরুর পর থেকে জাপোরিশা পারমাণবিক কেন্দ্রের অনেক কর্মী চলে গেছে। তবে আইএইএ বলছে, “সেখানকার ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে কেন্দ্রটি নিরাপদে চালানোর মত প্রয়োজনীয় লোক এখনো রয়েছে।“


রুশ সৈন্যরা জাপোরিশা অঞ্চলের সিংহভাগই নিয়ন্ত্রণ করলেও আঞ্চলিক রাজধানী শহর জাপোরিশা ইউক্রেন সৈন্যদের দখলে। ইউক্রেন নিয়ন্ত্রিত এই রাজধানী শহরটি রুশ নিয়ন্ত্রিত এনারহোদা শহরের উত্তর-পূর্বে দানিপ্রো জলাধারের ওপারে।


রোববার ইউক্রেনের আঞ্চলিক কর্মকর্তারা জানান রণাঙ্গনের কাছাকাছি শহরগুলো থেকে লোকজনকে রুশ নিয়ন্ত্রিত আরও ভেতরের শহর বারদিয়ানস্ক এবং প্রিমর্স্ক শহরে সরিয়ে নেওয়া হচ্ছে।


মেলিটোপাল শহরের মেয়র ইভান ফেদেরেভ টেলিগ্রাম চ্যানেলে লিখেছেন যেসব শহর থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে সেখানকার দোকানগুলো খালি হয়ে গেছে। হাসাপাতালগুলো রোগীদের আগেভাগেই ছেড়ে দিচ্ছে।


তিনি আরও দাবি করেন এসব শহরে মোতায়েন বহু রুশ সৈন্যও চলে যাচ্ছে। তবে তার এই দাবি বিবিসি নিরপেক্ষ সূত্রে যাচাই করতে পারেনি।

আরও খবর
ইউক্রেনে রুশ ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৫১

২৫৫ দিন ১৫ ঘন্টা ৩৮ মিনিট আগে



ইউক্রেনের ৫০টি ড্রোন ধ্বংস করেছে রাশিয়া

৩১৬ দিন ১০ ঘন্টা ৪২ মিনিট আগে


রাশিয়ায় অফিস ভবনে ভয়াবহ আগুন, ৮ জনের মৃত্যু

৩২৬ দিন ১৫ ঘন্টা ২৫ মিনিট আগে





ইউক্রেনে রুশ ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত

৭৪০ দিন ২১ ঘন্টা ৫৮ মিনিট আগে