ঢাকাস্থ আশাশুনি উপজেলা সমিতির প্রথম ইফতার মাহফিল অনুষ্ঠিত লাখাইয়ে রমজানের পবিত্রতা নষ্ট হচ্ছে দুর্গন্ধের কারণে, বুল্লাবাজারে যেখানে -সেখানে ময়লা-আবর্জনা। আশাশুনিতে জেলা বিএনপি'র নেতৃবৃন্দ উপজেলা বিএনপি'র সাথে মতবিনিময় সভা রাজবাড়ীতে যৌনপল্লীর আলোচিত নারী নেত্রী ঝুমুর স্বামীসহ গ্রেফতার। জাতীয়তাবাদী শ্রমিকদল যমুনা সারকারখানা আঞ্চলিক শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল। ২৬ মার্চ চীন সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষা কার্যক্রম শুরু ২০৩১ সালের পর চীনের প্রেসিডেন্টের সঙ্গে ড. ইউনূসের বৈঠক ২৮ মার্চ মঙ্গলবারের মধ্যেই সব বই পৌঁছাবে শিক্ষাপ্রতিষ্ঠানে কোম্পানীগঞ্জে পুত্রবধূকে ঘুমন্ত অবস্থায় জোরপূর্বক ধর্ষণ, শ্বশুর গ্রেপ্তার সাতক্ষীরা সীমান্তে বিজিবির দুই লক্ষাধিক টাকার মালামাল আটক রাজবাড়ীতে বৈদেশিক মুদ্রাসহ চোরাকারবারী আটক। নোয়াখালীতে সিএনজিতে স্কুল ছাত্রীর শ্রীলতাহাণীর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ১০ এপ্রিলের মধ্যে জকসু তফসিল ঘোষণার দাবি গণতান্ত্রিক ছাত্র সংসদের জবিতে জুলাই থেকে চালু হচ্ছে চীনা ভাষা কোর্স গরু চুরি করতে এসে ধাওয়া খেয়ে পিকআপভ্যান ফেলে পলায়ন ঈদের বাজারে দর্জি বাড়ীর ব্যস্ততায় পার করছে কারিগররা, বছর শেষে কাজের ভীর মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে কায়বা ইউনিয়ন বিএনপি নেতার সংবাদ সম্মেলন চিকিৎসা পেলেই সুস্থ হয়ে যাবেন ক্যান্সার আক্রান্ত শাহাদুল ইসলাম আদমদীঘিতে গলায় ফাঁস দিয়ে দুই সন্তানের জননীর আত্মহত্যা

পারমাণবিক কেন্দ্রে হামলার আশঙ্কা, মানুষজন সরিয়ে নিচ্ছে রাশিয়া

ইউক্রেনের কাছ থেকে পাল্টা হামলার আশংকা থেকে জাপোরিশা অঞ্চলের ১৮টি ছোট ছোট শহর থেকে মানুষজনকে চলে যেতে বলা হয়েছে। এই ১৮টি বসতির মধ্যে রয়েছে এনারোদার যেটি জাপোরিশা পারমাণবিক কেন্দ্রটির কাছে।


ইউক্রেনের মেলিটোপোল শহরের মেয়র ইভান ফোদোরভ, যিনি এখন পালিয়ে গিয়ে অন্য শহরে থাকেন, বলেন হাজার হাজার গাড়ি এসব শহর থেকে বেরিয়ে যেতে শুরু করলে রাস্তায় পাঁচ ঘণ্টার যানজট তৈরি হয়।


আন্তর্জাতিক আণবিক শক্তি কমিশন আইএইএ-র পরিচালক রাফায়েল গ্রসি বলেছেন জাপোরিশা পারমাণবিক কেন্দ্রের পরিস্থিতি ক্রমেই “অনিশ্চিত এবং সম্ভাব্য বিপজ্জনক হয়ে উঠছে।“


আইএইএ-র এক বিবৃতিতে বলা হয়েছে, “কেন্দ্রের রক্ষণাবেক্ষণে কর্মীরা এখনো সেখানে রয়েছে তবে তাদের মধ্যে নিজেদের এবং পরিবারের নিরাপত্তা নিয়ে মানসিক চাপ এবং উত্তেজনা বাড়ছে।“


বিবৃতিতে আরও বলা হয় কেন্দ্রে অবস্থানরত বিশেষজ্ঞরা খবর পেয়েছেন যে জাপোরিশা কেন্দ্রের সিংহভাগ কর্মী যে শহরে থাকেন সেই এনারহোদার থেকে লোকজন চলে যাচ্ছে।


শুক্রবার রাশিয়ার নিয়োগ করা জাপোরিশা অঞ্চলের প্রশাসনিক প্রধান ইয়েভগেনি বালিতস্কি বলেন “রণাঙ্গনের কাছাকাছি বসতিগুলোতে গত কয়েকদিন ধরে শত্রুরা গোলাবর্ষণ করছে।“


সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লেখেন, “এই অবস্থায় আমি ঐসব বসতি থেকে প্রথম দফায় শিশু ও তাদের অভিভাবক, বয়স্ক ও শারীরিক প্রতিবন্ধী এবং হাসপাতালের রোগীদের নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।”


গত বছর রাশিয়া জাপোরিশা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি সহ অঞ্চলের বিশাল এলাকা দখল করে। সেসময় এই কেন্দ্রের কাছে গোলাবর্ষণে বিদ্যুৎ সরবরাহ বাধাগ্রস্ত হওয়ায় কেন্দ্রটির নিরাপত্তা নিয়ে প্রচণ্ড আতংক তৈরি হয়।


গত মার্চেও আইএইএ সাবধান করে যে বিদ্যুৎ সরবরাহ লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় কেন্দ্রটি এখন ডিজেল জেনারেটরে চলছে।


গত বছর ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে সামরিক হামলা শুরুর পর থেকে জাপোরিশা পারমাণবিক কেন্দ্রের অনেক কর্মী চলে গেছে। তবে আইএইএ বলছে, “সেখানকার ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে কেন্দ্রটি নিরাপদে চালানোর মত প্রয়োজনীয় লোক এখনো রয়েছে।“


রুশ সৈন্যরা জাপোরিশা অঞ্চলের সিংহভাগই নিয়ন্ত্রণ করলেও আঞ্চলিক রাজধানী শহর জাপোরিশা ইউক্রেন সৈন্যদের দখলে। ইউক্রেন নিয়ন্ত্রিত এই রাজধানী শহরটি রুশ নিয়ন্ত্রিত এনারহোদা শহরের উত্তর-পূর্বে দানিপ্রো জলাধারের ওপারে।


রোববার ইউক্রেনের আঞ্চলিক কর্মকর্তারা জানান রণাঙ্গনের কাছাকাছি শহরগুলো থেকে লোকজনকে রুশ নিয়ন্ত্রিত আরও ভেতরের শহর বারদিয়ানস্ক এবং প্রিমর্স্ক শহরে সরিয়ে নেওয়া হচ্ছে।


মেলিটোপাল শহরের মেয়র ইভান ফেদেরেভ টেলিগ্রাম চ্যানেলে লিখেছেন যেসব শহর থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে সেখানকার দোকানগুলো খালি হয়ে গেছে। হাসাপাতালগুলো রোগীদের আগেভাগেই ছেড়ে দিচ্ছে।


তিনি আরও দাবি করেন এসব শহরে মোতায়েন বহু রুশ সৈন্যও চলে যাচ্ছে। তবে তার এই দাবি বিবিসি নিরপেক্ষ সূত্রে যাচাই করতে পারেনি।

আরও খবর
ইউক্রেনে রুশ ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৫১

১৯৩ দিন ১৯ ঘন্টা ২০ মিনিট আগে



ইউক্রেনের ৫০টি ড্রোন ধ্বংস করেছে রাশিয়া

২৫৪ দিন ১৪ ঘন্টা ২৪ মিনিট আগে






ইউক্রেনে রুশ ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত

৬৭৯ দিন ১ ঘন্টা ৪০ মিনিট আগে