কোম্পানীগঞ্জে প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি নির্বাচিত শেখ ফরিদ আহম্মেদ কচুয়া উপজেলা বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত কচুয়া উপজেলা বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে অংশগ্রহণ করলেন মানবতার আহবান ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এস এম সাইদুর রহমান নাবিল পবিপ্রবির নতুন বাসে ভুল বানান: দায়িত্বপ্রাপ্ত শিক্ষকের অবহেলার অভিযোগ শেরপুর সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন-এর ঝিনাইগাতী উপ-শাখা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত বাকৃবিতে শিক্ষক-শিক্ষার্থী মতবিনিময়ে শিক্ষার মানোন্নয়ন ও মাদকবিরোধী আলোচনা নওয়াপাড়া পৌরসভার মহাকাল ১ নম্বর ওয়ার্ডের পূর্বাচল লেনে জলাবদ্ধতায় জনদুর্ভোগ শান্তিগঞ্জের পাইকাপনে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আব্দুল্লাহ ফাউন্ডেশন লালপুরে কোরবানির জন্য প্রস্তুত ৭৬ হাজার পশু বোতল কাণ্ডে আটক জবি শিক্ষার্থী, ডিবি অফিস ঘেরাও এর হুঁশিয়ারি মোংলায় ধর্ষণের অভিযোগে যুবক কারাগারে আজ সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে ফিলিস্তিন দখলের ৭৭ বছর পূর্ণ হলো মোংলা বন্দরে মিথ্যা ঘোষণায় আমদানিকারক “মুন্না এন্টারপ্রাইজ”এর মালিককে খুঁজছে কাস্টমস বেইজ বিল্ড ডিজিটাল একাডেমিতে দুই দিন ব্যাপী ইংরেজি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত। শ্যামনগর সুপেয় পানির দাবিতে ব্যতিক্রমধর্মী এক ম্যারাথন সাবেক বর্তমান জবিয়ানদের সমাগমে কাকরাইলে জনস্রোত নামাজ শেষে জবি শিক্ষার্থীদের সমাবেশ শুরু ঝিনাইগাতীতে অবৈধভাবে বালু উত্তোলনের ৩টি ড্রেজার মেশিন, ৪টি টাওয়ারসহ পাইপ ধ্বংস করা হয়

বরিশাল কমিউনিটি ইন সাউথ কোরিয়ার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

admin - দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 29-03-2025 07:24:26 pm

সাতাশ ই, রমজান শুক্রবার, বরিশাল কমিউনিটি ইন সাউথ কোরিয়ার, উদ্যোগে বরিশালের উজিরপুর এবং বানারীপাড়া এতিম শিশুদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করে সংগঠনটি।


এর আগে বারো, ই রমজান এতিমদের নিয়ে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটি।


এতিম শিশুদের নিয়ে নানামুখী এই আয়োজন অত্যন্ত তাৎপর্যপূর্ণ।এতে এতিমদের যেমন একদিকে সাহায্য হচ্ছে, তেমন সমাজে এতিম শিশুদের প্রতি আমাদের যে দায়িত্ব রয়েছে তা প্রকাশ করে, এমনটি মনে করেন সংগঠনটির উপদেষ্টা সাইদুর রহমান মিঠু।  


 ঈদ সামগ্রী বিতরণ কাজে সহযোগিতা করে স্থানী সংগঠন, আশারা আলো ফাউন্ডেশন। এ সময় উপস্থিত ছিলো আশার আলো ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা মো: রাশেদুল হাসান মহাসিন। তিনি তার বক্তব্যে, বরিশাল কমিউনিটি ইন সাউথ কোরিয়ার, এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বিভিন্ন সংগঠন এবং বিওবানদের এগিয়ে আসার আহবান জানান। 


মোহাম্মদ নায়িম মৃধার সঞ্চালনায়, এ সময় আরো বক্তব্য রাখেন, বাইশারি কলেজের অধ্যক্ষ,খলিলুর রহমান শাহাদাৎ।তিনি তার বক্তব্যে বলেন, এতিমদের সাহায্যে সবাই এভবে এগিয়ে আসলে আমাদের সমজে আর কেহ কষ্টে থাকবেনা।


 বিতরণ কাজে সহযোগিতায় উপস্থিত ছিলো, আশার আলো ফাউন্ডেশনের উপদেষ্টা মোহাম্মদ আজিজুল মৃধা, উপদেষ্টা ইন:মো:জালিস মাহমুদ, সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম, সেনা সদস্য মিরাজ মৃধা, আমিরুল ইসলাম ছায়িম এবং মাসুম সাহেব সহ স্থানীয় অনেকেই।



বরিশাল কমিউনিটি ইন সাউথ কোরিয়ার, উদ্যোগে এতিম শিশুদের মাঝে ঈদ সামগ্রী বিতরণে সমাপনী বক্তব্য রাখেন আশার আলো ফাউন্ডেশনের সভাপতি মো: নিয়াজ মাহমুদ তুহিন।তিনি বরিশাল কমিউনিটি ইন সাউথ কোরিয়ার এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতে এমন আয়োজন অব্যাহত রাখার আহবান জানান।