বসুন্ধরা শুভসংঘ মনপুরা উপজেলা কমিটি গঠন করা হয়েছে একটি দলকে সরিয়ে আরেকটি দলকে বসাতে গণঅভ্যুত্থান হয়নি: নাহিদ বিশ্ব ভেটেরিনারি দিবস উপলক্ষে বিতর্ক প্রতিযোগিতার ফাইনালে মাভাবিপ্রবি ভেতরে পরীক্ষা, বাইরে অপেক্ষা আর উৎকণ্ঠা রামগড়ে গরুর ঘাস খাওয়া নিয়ে সংঘর্ষ, নিহত ১ আহত ৭ কুবিতে ১২টি কেন্দ্রে একযোগে চলছে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সুন্দরবনে করিম শরীফ বাহিনীর ২ সহযোগী আটক, অস্ত্র ও কার্তুজ উদ্ধার ঈশ্বরগঞ্জে ওয়াইপিএজির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ক্ষমা ও ক্ষতিপূরণের বাংলাদেশের দাবির উল্লেখ নেই পাকিস্তানের ভাষ্যে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে এনসিপির বৈঠ আজ লালপুরে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রকাশিত সংবাদের প্রতিবাদ বিএনপি ক্ষমতায় গেলে কৃষকদের দিন বদলে কাজ করবে : সাবেক এমপি মোশারফ বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সামাজিক ভাবে হেয় ,অন্যায্য ভাবে আল্টিমেটামের তীব্র প্রতিবাদ কেন্দ্র ঘোষিত শ্রমিক যোগাযোগ পক্ষ পালন বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করল ভারত আনুলিয়ায় একশত পরিবারের রাজবাড়ীর গোয়ালন্দে সাবেক ছাত্রলীগ সভাপতির বিরুদ্ধে থানায় আওয়ামীলীগ নেতার অভিযোগ পীরগাছায় হেযবুত তওহীদ কর্তৃক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া জেলা শাখার দায়িত্বশীল প্রশিক্ষণ কর্মশালা!

নীরব বিদায় রিয়াদের, দেখা যাবে না বিশ্বকাপ দলে!

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 29-04-2023 12:44:58 pm

 সামনে ওয়ানডে বিশ্বকাপ। এই বিশ্বকাপই হতে পারে অনেক ক্রিকেটারের শেষ বিশ্বকাপ। বাংলাদেশেরও আছেন চারজন। এরা হলেন, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান এবং মাহমুদউল্লাহ রিয়াদ। 


যদিও দলে এখন আর নিয়মিত নন তারা। এই যেমন গতবছর টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে চেয়েছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। তবে তার ব্যাটিং ধরণ, স্ট্রাইকরেট কোনকিছুই আর এই ফরম্যাটের সাথে যাচ্ছিল না। 


রিয়াদের অভিজ্ঞতা বরং হয়ে উঠেছিল গলার কাটা। তাইতো সাকিব আল হাসানের দলে জায়গা হারান রিয়াদ। টি-টোয়েন্টির পর এবার ওয়ানডেতেও জায়গা হারিয়েছেন অভিজ্ঞ এই ক্রিকেটার। 


আয়ারল্যান্ড সিরিজে বাদ পড়ার মধ্য দিয়েই বিদায় রাগিনীর সুর শুনতে পেয়েছিলেন রিয়াদ। আন্তর্জাতিক ক্রিকেট থেকে একপ্রকার অনানুষ্ঠানিক বিদায় বলে দিয়েছে বিসিবি। 


এ কয়দিনে জাতীয় দলে তার জায়গা চলে গেছে অন্যের দখলে। বিষয়টি উপলব্ধি করতে পারছেন রিয়াদ নিজেও। তাই জাতীয় দল পর্ব থেকে নিজেকে গুটিয়ে নিচ্ছেন মিডলঅর্ডার এ ব্যাটার। এই যেমন আগামী জুনে আফগানিস্তানের বিপক্ষে অনুষ্ঠেয় হোম সিরিজের জন্য দল নির্বাচন প্রক্রিয়ার ভেতরেও থাকছেন না। 


তামিম ইকবালরা যখন দেশে খেলবেন, রিয়াদ তখন সৌদি আরবে হজ পালন করবেন। বিসিবির চুক্তিভুক্ত ক্রিকেটার হওয়ায় ছুটি নিতে হচ্ছে তাকে। এটুকু আনুষ্ঠানিকতা না থাকলে বোর্ডের সঙ্গে সব দায় হয়তো চুকে যেত তার। সেদিক থেকে বলা যায় ভারত বিশ্বকাপে খেলা হচ্ছে না রিয়াদের।


কাগজে কলেমে মাহমুদউল্লাহর বয়স ৩৭ বছর। বেসরকারিভাবে সেটা আরও বেশি হবে বলে মনে করা হয়। শারীরিক ক্ষিপ্রতা কমে যাওয়ায় এ অনুমান আরও জোরালো করে। এই বয়সী কোনো ক্রিকেটারকে জাতীয় দলে রাখতে চায় না টিম ম্যানেজমেন্ট। মূলত রাসেল ডমিঙ্গোর সময় থেকেই রিয়াদকে জাতীয় দল থেকে একটু একটু করে দূরে ঠেলে দেওয়া হয়েছে। 


প্রথমে টেস্ট দল থেকে বাদ দেওয়া হয়। পরে টেস্ট দলে ফিরে সেঞ্চুরি হাঁকিয়ে ২০২১ সালে জিম্বাবুয়েতে গার্ড অব অনার নেন সতীর্থদের কাছ থেকে। যেটাকে ভালোভাবে নেননি বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। লাল বলের খেলা ছেড়ে দিয়ে সাদা বলের ক্রিকেট নিয়ে ছিলেন তিনি। টি২০ বিশ্বকাপের দল থেকে বাদ পড়ে বুঝে যান সীমিত হয়ে এসেছে তার সীমিত ওভারের আন্তর্জাতিক ক্যারিয়ার। শুধু ওয়ানডে ক্রিকেট দিয়ে জাতীয় দলে টিকে থাকার শেষ চেষ্টা করে গেছেন গত কিছুদিন।


চন্ডিকা হাথুরুসিংহে দ্বিতীয় মেয়াদে প্রধান কোচের দায়িত্ব নিয়ে ইংল্যান্ডের বিপক্ষে হোম সিরিজে রিয়াদকে পরখ করে দেখেন। তার ব্যাটিং নিয়ে কোচের অভিযোগ না থাকলেও আপত্তি ফিল্ডিং নিয়ে। যেটা কিনা কোচের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার পাচ্ছে এবার। তাই বিশ্রামের অন্তরালে আয়ারল্যান্ডের বিপক্ষে হোম সিরিজ থেকে বাদ দেওয়া হয় তাকে। আশা করেছিলেন আইরিশদের বিপক্ষে অ্যাওয়ে সিরিজের দলে রাখা হবে তাকে। বিসিবি দল ঘোষণার পর ভুল ভাঙে তার। 


তিনি বুঝে যান জাতীয় দলের দরজা বন্ধ হয়ে গেছে তার। মিছেমিছি বিশ্বকাপ খেলার ভাবনায় বুঁদ হয়ে থাকতে চাননি আর। জাতীয় দল নির্বাচক, কোচিং স্টাফ এবং বিসিবি কর্মকর্তাদের বিব্রতকর প্রশ্নের মুখে পড়া থেকে মুক্তি দিতেই কিনা হজ পালনের সিদ্ধান্ত নিয়ে ফেলেন সিনিয়র এ ক্রিকেটার। 


রিয়াদ নিশ্চিত করেন, হজ পালনের আনুষ্ঠানিকতা সেরে ফেলেছেন। তবে ছুটির আবেদন জমা দিয়েছেন কিনা তা জানা যায়নি। এ ব্যাপারে জাতীয় দল নির্বাচক প্যানেলের কাছে জানতে চাওয়া হলে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেন, ৩০ এপ্রিল তারা জানাতে পারবেন রিয়াদ ছুটি নিয়েছে কিনা।


রিয়াদ যে বিশ্বকাপ ভাবনায় নেই, টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনের কথা থেকে তা স্পষ্ট হয়ে গেছে। বৃহস্পতিবার সাংবাদিকদের তিনি বলেন, ‘রিয়াদ আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ ক্রিকেটার অবশ্যই। বাংলাদেশ দলকে সে অনেক ম্যাচ জিতিয়েছে। কিন্তু আমি যদি সত্যি বলি, যেহেতু ও জাতীয় দলে নেই, তাই রিয়াদকে বিশ্বকাপে দেখছি না। কারণ যদি তাকে বিশ্বকাপে দেখতাম এই সিরিজগুলোতে (আয়ারল্যান্ড) থাকত।’ 


যদিও কোচ চন্ডিকা আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরুর আগে বলেছিলেন রিয়াদকে বাদ দেওয়া হয়নি। বিশ্বকাপ ভাবনা থেকেও মুছে ফেলা হয়নি তাকে। এগুলো যে কথার কথা তা বুঝতে বাকি নেই রিয়াদের। তাই তার পরিকল্পনা এখন ঘরোয়া ক্রিকেট নিয়ে। জাতীয় দলের ভাবনা ভুলে আরও তিন বছর খেলে যেতে চান ঢাকা লিগ আর বিপিএলে।