◾ আন্তর্জাতিক ডেস্ক
বাংলাদেশে দ্বিতীয় পারমাণবিক বিদ্যুত কেন্দ্র নির্মাণে উৎসাহী দক্ষিণ কোরিয়া। বুধবার জাতীয় প্রেসক্লাবে ‘ডিক্যাব টক’ অনুষ্ঠানে সাংবাদিকদের এ তথ্য জানান ঢাকায় নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি জ্যাং কিউন।
কূটনৈতিক সাংবাদিকদের সংগঠন ডিক্যাব আয়োজিত এ অনুষ্ঠানে তিনি আরও জানান, চলতি বছর বাংলাদেশ থেকে কোরিয়ায় ৪ হাজার কর্মী যাচ্ছে।
রাষ্ট্রদূত লি জ্যাং বলেন, দক্ষিণ কোরিয়া বিশ্বে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ ও পরিচালনায় অত্যন্ত সফল। এর আগে মিশর এবং যুগোশ্লোভিয়ায় সফলভাবে পারমানবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করেছে। কোরিয়ায় রয়েছে বিশ্বের ষষ্ঠ বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। ফলে দক্ষিণ কোরিয়া বাংলাদেশে দ্বিতীয় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে উৎসাহী।
রাষ্ট্রদূত আরও জানান, কোরিয়া বাংলাদেশে অন্যতম বড় বিনিয়োগকারী দেশ। প্রতিবছর ১০০ মিলিয়ন ডলার বিনিয়োগ বাড়ছে। বর্তমানে দুই দেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ ২ দশমিক ৩ বিলিয়ন ডলার।
রোহিঙ্গা সংকট নিয়ে এক প্রশ্নের জবাবে লি জ্যাং বলেন, এটা শুধু বাংলাদেশের ইস্যু নয়, এটি বিশ্ব ইস্যু। এটি মানবাধিকার ইস্যুও। কোরিয়া রোহিঙ্গাদের নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবাসন সবসময় চেয়ে আসছে। এ খাতে প্রতিবছর ৪ থেকে ৫ মিলিয়ন ডলার দিয়ে যাচ্ছে, এমন কী ভাষাণচরে রোহিঙ্গাদের নিয়ে যেতে সহযোগিতা করেছে। জাতিসংঘে রোহিঙ্গা ইস্যুতে সবকটি রেজুলেশন কোরিয়া সমর্থন দিয়ে গেছে।
এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি রেজাউল করিম লোটাস, স্বাগত বক্তব্য রাখেন সাধারন সম্পাদক এ কে এম মইনুদ্দিন।
১ দিন ৪ ঘন্টা ৩ মিনিট আগে
১ দিন ২২ ঘন্টা ৩৫ মিনিট আগে
২ দিন ১৬ ঘন্টা ১৫ মিনিট আগে
৫ দিন ৪ ঘন্টা ২১ মিনিট আগে
৬ দিন ৩ ঘন্টা ৪৫ মিনিট আগে
৭ দিন ১ ঘন্টা ৫১ মিনিট আগে
৭ দিন ১ ঘন্টা ৫৩ মিনিট আগে
৭ দিন ১ ঘন্টা ৫৯ মিনিট আগে