সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা বাড়ার আভাস প্রধান উপদেষ্টা কাল কাতার যাচ্ছেন গণহত্যা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন যেকোনো দিন : চিফ প্রসিকিউটর মহাসমাবেশের ডাক দিল হেফাজতে ইসলাম একনেকে ২৪ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন ১৯ দিনে প্রবাসী আয় প্রায় ২১ হাজার কোটি টাকা গরমে ত্বকের যত্নে উপকারী উপায় ঐকমত্য কমিশনের সুপারিশের পর ইসিকে নির্বাচনী কাজ শুরুর আহ্বান এনসিপির রাজবাড়ীতে ওটিপি প্রতারণায় ৮ লাখ টাকা ব্যাংক থেকে তুলে নেওয়ার অভিযোগ। রাজবাড়ীতে দশম শ্রেণীর ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামী গ্রেফতার। রাজবাড়ীর গোয়ালন্দে প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির আত্ম প্রকাশ ও নবীন বরণ দোতলা ভিসি ভবনে লিফট, শিক্ষার্থীদের ক্ষোভ লালপুরে ফসলের মাঠ থেকে কবিরাজের মরদেহ উদ্ধার রামগড়ে রংতুলি একাডেমি'র ঈদ নববর্ষ বৈসাবি পরবর্তী পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন মালিককে চোরের ফোন ‘টাকা দাও, বাইক নাও’ রামগড়ে নিবন্ধনহীন অবৈধ দুই কোচিং সেন্টারের মালিককে ৫০০০০ টাকা জরিমানা ঠেলাঠেলিতে ব্যস্ত পাউবো-এলজিইডি, সাতক্ষীরায় নদীর পেটে যাচ্ছে সড়ক সাতক্ষীরায় শ্যামনগর পুকুর থেকে দেশিয় অস্ত্র উদ্ধার শ্যামনগরে পরিত্যক্ত পুকুর থেকে ৩৪ পিচ হাসুয়া উদ্ধার ফুলবাড়ীতে কৃষি অফিসের উদ্যোগে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে পাট বীজ ও সার বিতরণ

পুতিন শাসনের ইতিহাস

টানা দুই দশকেরও বেশি সময় ধরে রাশিয়ার একনায়ক হয়ে আছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দীর্ঘ শাসনামলে রাশিয়ার অনেক কিছুরই সাক্ষী হয়ে আছেন তিনি। নিজেও রচনা করেছেন নতুন নতুন ইতিহাস। রোববার এএফপির এক প্রতিবেদনে পুতিন শাসনামলের কয়েকটি উল্লেখযোগ্য ঘটনা তুলে ধরেছে-ইয়েলতসিনের উত্তরাধিকারী 

১৯৯৯ সালের আগস্টে সোভিয়েত ইউনিয়নের পতনের পর রাশিয়ার প্রথম প্রেসিডেন্ট হিসাবে ক্ষমতা গ্রহণ করেন বরিস ইয়েলতসিন। তিনি এফএসবি নিরাপত্তা পরিষেবার (সাবেক কেজিবি) একজন স্বল্পপরিচিত সাবেক প্রধান ভ্লাদিমির পুতিনকে তার প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত করেন।

পাঁচ মাসেরও কম সময় পর মদ্যপান এবং অসুস্থতার কারণে পদত্যাগ করেন ইয়েলতসিন। পদত্যাগের পর পুতিন প্রথমে দায়িত্ব পালন করেন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসাবে। এরপর ২০০০ সালের নির্বাচনের মাধ্যমে নির্বাচিত প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণ করেন। 
ক্ষমতা গ্রহণের পরই সমালোচনার মুখে 

প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণের শুরুর দিকেই সমালোচনার মুখে পড়েছিলেন পুতিন। ২০০০ সালের আগস্টে পারমাণবিক শক্তি চালিত সাবমেরিন কার্স্ক বারেন্টস সাগরে ১১৮ জন ক্রুসহ ডুবে যায়। এ দুর্ঘটনায় পুতিন কোনো প্রতিক্রিয়া না জানানোয় ব্যাপকভাবে সমালোচিত হন। 

২০০২ সালের অক্টোবরে চেচেন বিদ্রোহীরা মস্কোতে ৮০০ থিয়েটার দর্শককে জিম্মি করে। এতে নিহত হয় ১৩০ জন। এর দুই বছর পর বন্দুকধারীরা উত্তর ওসেটিয়ার উত্তর ককেশাস প্রজাতন্ত্রের বেসলানের একটি স্কুলে এক হাজারেরও বেশি লোককে জিম্মি করে। নিরাপত্তা বাহিনী ভবনটি আক্রমণ করলে ১৮৬ জন শিশুসহ ৩৩০ জন নিহত হয়। উভয় ঘটনায় উদ্ধারকাজে কর্তৃপক্ষ গুরুত্ব দেয়নি বলে অভিযোগ রয়েছে।

চেচনিয়ায় যুদ্ধ 
উত্তর ককেশাস মুসলিম প্রজাতন্ত্র চেচনিয়ায় ১৯৯৯ সালের ১ অক্টোবর পুতিন বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে হস্তক্ষেপ করেন। ২০০০ থেকে ২০০৯ সালের মধ্যে দ্বিতীয় চেচেন যুদ্ধে কয়েক হাজার মানুষ মারা যায়। চেচেন রাজধানী গ্রোজনি সম্পূর্ণরূপে হারিয়ে যায়। 
পুতিনের ক্ষমতা আঁকড়ে ধরা

২০০৪ সালে পুনর্নির্বাচিত হওয়ার পর পুতিন তার ক্ষমতা মজবুত করতে প্রচেষ্টা চালান। দেশের নিরাপত্তা পরিষেবাগুলো বাড়িয়ে তোলেন। গণমাধ্যমের ওপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেন। তিনি রাশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি মিখাইল খোডোরকভস্কির মতো অলিগার্চদের সরিয়ে দিয়েছেন। খোডোরকভস্কিকে তেল জায়ান্ট ইউকোসের সিইও পদ থেকে অপসারণ ও কর জালিয়াতির অভিযোগে ২০০৫ সালে কারাগারে পাঠানো হয়েছিল। ২০০৬ সালে সাংবাদিক ও সরকার সমালোচক আনা পলিটকভস্কায়াকে হত্যা ও লন্ডনে সাবেক রুশ গুপ্তচর আলেকজান্ডার লিটভিনেঙ্কোর মারাত্মক বিষক্রিয়া বিশ্বব্যাপী ক্ষোভের জন্ম দেয়। 

জর্জিয়ায় হস্তক্ষেপ 
২০০৮ সালের আগস্টে রুশ সেনাবাহিনী সাবেক সোভিয়েত প্রজাতন্ত্র জর্জিয়ায় হস্তক্ষেপ করে। দক্ষিণ ওসেটিয়া এবং আবখাজিয়ার বিচ্ছিন্ন অঞ্চলগুলোকে শক্তিশালীকরণ ও জর্জিয়ার পশ্চিমপন্থি নেতৃত্বকে দুর্বল করতে যুদ্ধ পরিচালনা করে রাশিয়া। দেশটির সঙ্গে পাঁচ দিনের যুদ্ধে বেসামরিক নাগরিকসহ উভয়পক্ষের শতাধিক নিহত হয়। 

পুতিন ২০১২ সালে আবার প্রেসিডেন্ট পদে ফিরে আসেন। আবার নির্বাচিত হন ২০১৮ সালে। ২০২০ সালে রাশিয়ার কর্তৃপক্ষ একটি সাংবিধানিক সংস্কার প্যাকেজ পাশ করে। এই সংস্কারের মাধ্যমে ২০৩৬ সাল পর্যন্ত তাকে ক্ষমতায় থাকার অনুমতি দেওয়া হয়। 

কঠোর নিয়ন্ত্রণ
দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসাবে পুতিনের ক্ষমতা গ্রহণের পর ভিন্নমত ও সংবাদপত্রের স্বাধীনতার ওপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেন। ২০১৫ সালে পুতিনের সমালোচক সাবেক ডেপুটি প্রিমিয়ার বরিস নেমতসভকে ক্রেমলিনের বাইরে গুলি করে হত্যা করা হয়।

ক্রিমিয়া অধিগ্রহণ
কিয়েভের ময়দান বিপ্লবে একজন রুশ সমর্থিত নেতাকে উৎখাতের প্রতিক্রিয়া হিসাবে ইউক্রেন থেকে ক্রিমিয়া উপদ্বীপকে সংযুক্ত করে।

সিরিয়ায় হস্তক্ষেপ
পুতিন সাবেক সোভিয়েত অংশের বাইরেও রুশ আধিপত্য বিস্তার করতে চেয়েছেন। ২০১৫ সালে তিনি প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পক্ষে সিরিয়ার যুদ্ধে যোগ দেন। 

লিবিয়া, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র ও মালিসহ আফ্রিকার দেশগুলোর সংঘাতে আধাসামরিক বাহিনী মোতায়েনের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। 

ইউক্রেনে যুদ্ধ
২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া। অভিযানে যোগ দেয় পুতিনের ঘনিষ্ঠ মিত্র ইয়েভগেনি প্রিগোজিন পরিচালিত ভাড়াটে ওয়াগনার বাহিনী। 

সশস্ত্র বিদ্রোহ
মস্কোর সঙ্গে কয়েক মাসের তিক্ত ক্ষমতার লড়াইয়ের পর প্রিগোজিন রাশিয়ার সামরিক নেতৃত্বের বিরুদ্ধে ‘বিদ্রোহ’ ঘোষণা করেন। পরবর্তী সময়ে বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর মধ্যস্থতার পর প্রিগোজিন তার ‘বিদ্রোহ’ বন্ধের সিদ্ধান্ত নেয়। 

Tag
আরও খবর




67fdecf166561-150425112153.webp
কেঁপে উঠল যুক্তরাষ্ট্র

৫ দিন ৯ ঘন্টা ২৫ মিনিট আগে




67f8d08698a1b-110425021918.webp
মিয়ানমারে ফের ভূমিকম্প

৯ দিন ৬ ঘন্টা ২৮ মিনিট আগে