কোথায় হারিয়ে গেলো বাল্যকাল
হৈচৈ আর খেলাধুলার নেশা,
সকাল বেলা চলে যেতাম মাঠে
খেলার সাথী বন্ধুদের সাথে মেশা।
ফুটবল আর গোল্লাছুট খেলা
খাল পাড়ের সেই বড় মাঠে,
বন্ধুদের হৈ-হুল্লোড় আনন্দের মেলা
উদাস দুপুরে পুকুরের ঘাটে।
পড়ন্ত বিকেলে ত্রিমুখী ব্রিজে আড্ডা
এক সুরে মিলেমিশে গাইতাম গান,
বাদাম খাওয়া সেলফি তোলার ছলে
হাসির উল্লাসে ফিরে পেতাম পান।
সন্ধ্যা হলেই উঠোনে গল্পের আসর
কানামাছি আর লুকোচুরি খেলে,
তারাভরা আকাশ জোনাকির আলো
বাঁশ বাগানে ফুলপরী ডানা মেলে।
গোলাপ মাহমুদ সৌরভ
কবি
ব্রাহ্মণবাড়িয়া, বাঞ্ছারামপুর।
৩ দিন ২৩ ঘন্টা ৭ মিনিট আগে
৪ দিন ১৩ ঘন্টা ৪৩ মিনিট আগে
৫ দিন ২ ঘন্টা ৩৯ মিনিট আগে
৫ দিন ১৩ ঘন্টা ৪৮ মিনিট আগে
৬ দিন ১৭ ঘন্টা ১২ মিনিট আগে
৭ দিন ১০ ঘন্টা ৫৭ মিনিট আগে
৯ দিন ২ ঘন্টা ২৫ মিনিট আগে
৯ দিন ২ ঘন্টা ২৬ মিনিট আগে