তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে পদত্যাগের ঘোষণা দিয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।
বৃহস্পতিবার (১৩ জুলাই) জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি বলেন, আগস্ট মাসে পদত্যাগ করে তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করব।
বুধবারও শাহবাজ শরিফ একই ধরনের ঘোষণা দিয়েছিলেন। তখন তিনি বলেন, তার সরকারের মেয়াদ ১৪ আগস্ট তারিখে শেষ হবে।
তবে পাকিস্তানের প্রধানমন্ত্রী স্পষ্ট করে বলেননি যে ১২ আগস্ট তারিখে তিনি ও তার জোট সরকারের শরিকরা স্বাভাবিকভাবে পার্লামেন্ট ভেঙ্গে দিবেন, নাকি দেশটির প্রেসিডেন্টকে তা দ্রুত ভেঙে দেওয়ার পরামর্শ দেবেন।
এর আগে পিটিআই সরকারের অধীনে ২০১৮ সালের ১২ আগস্ট তারিখে এ পার্লামেন্ট তাদের কার্যক্রম শুরু করে। এরপর গত এপ্রিলে অনাস্থা ভোটের মাধ্যমে ইমরান খান ক্ষমতাচ্যুত হলে শাহবাজ শরিফ একটি জোট সরকারের নেতৃত্ব দেন। পরে ওই জোট সরকারে তিনি প্রধানমন্ত্রীর পদ পান।
এ বিষয়ে আজ টেলিভিশনে সম্প্রচারিত একটি ভাষণে তিনি বলেন, গত বছরের এপ্রিলে তাকে দেশ পরিচালনা এবং "এর কল্যাণে কাজ করার" "পবিত্র দায়িত্ব" দেওয়া হয়েছিল।
এরপর তিনি জানান, ‘আমরা ২০২৩ সালের আগস্টে তত্ত্বাবধায়ক সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করব।’
শাহবাজ শরিফ আরও বলেন, সংক্ষিপ্ত মেয়াদে তার সরকার পিটিআই দলের বিভিন্ন কর্মকাণ্ডের ভুল সংশোধন করেছে।
বৃহস্পতিবার পাকিস্তান মোট তিন বিলিয়ন আইএমএফ প্যাকেজের মধ্যে ১.২ বিলিয়ন ডলার হাতে পেয়েছে। গত তিন দিনে দেশটির ব্যাংকগুলোতে বিদেশি তহবিল থেকে মোট ৪.২ বিলিয়ন ডলার সমপরিমান অর্থ এসেছে। এসব বৈদেশিক বিনিয়োগের কারণে দেশটির বৈদেশিক মুদ্রার রিজার্ভ ১৩-১৪ বিলিয়ন ডলারে পৌঁছেছে। এরপরই পদত্যাগের ঘোষণা দেন শাহবাজ শরিফ।
সূত্র : ডন
১ দিন ১৭ ঘন্টা ১১ মিনিট আগে
২ দিন ৫৪ মিনিট আগে
৪ দিন ৮ ঘন্টা ৪৯ মিনিট আগে
৫ দিন ৯ ঘন্টা ১০ মিনিট আগে
৫ দিন ৯ ঘন্টা ২৫ মিনিট আগে
৫ দিন ১০ ঘন্টা ৩৯ মিনিট আগে
৭ দিন ৯ ঘন্টা ৫৯ মিনিট আগে
৯ দিন ৬ ঘন্টা ২৮ মিনিট আগে