তাইওয়ানের দক্ষিণ-পূর্ব উপকূলে রোববার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে বলে মার্কিন ভূতাত্তিক জরিপ সংস্থার (ইউএসজিএস) বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ওই ভূমিকম্পের পর পার্শ্ববর্তী জাপানে জারি করা হয়েছে সুনামি সতর্কতা। ভূমিকম্পে একটি ছোট শহরে অন্তত একটি ভবন ধসে পড়েছে বলে তাৎক্ষণিকভাবে জানা গেছে।
ইউএসজিএস জানায়, উপকূলীয় শহর তাইতুংতে স্থানীয় সময় দুপুর ২টা ৪৪ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। এর গভীরতা ছিল ভূপৃষ্টের ১০ কিলোমিটার গভীরে। এর আগে সেখানে স্থানীয় সময় শনিবার রাত সাড়ে ৯টার দিয়ে ৬ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছিল।
অন্যদিকে, জাপানের দিকে ধেয়ে আসছে মহাপ্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় নানমাদোল। রোববার রাতের দিকে এ সুপার তাইফুন আঘাত হানতে পারে।
ভয়ঙ্কর এ প্রলয় থেকে বাঁচাতে জাপানের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ দেশটির কাগশিমা, কুমামতো, মিয়াজাকি ও দক্ষিণ কিয়োশো থেকে ২০ লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়েছে।
জাপানের জাতীয় আবহাওয়া অধিদপ্তর এ ঘূর্ণিঝড়কে 'ধ্বংসাত্মক' হিসেবে উল্লেখ করে দক্ষিণ দিকে থাকা উপকূলীয় লোকজনকে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার জন্য অনুরোধ জানিয়েছে৷
৭ ঘন্টা ৪৬ মিনিট আগে
১০ ঘন্টা ৩০ মিনিট আগে
১৬ ঘন্টা ৩৪ মিনিট আগে
১৬ ঘন্টা ৩৮ মিনিট আগে
১৮ ঘন্টা ৪০ মিনিট আগে
২০ ঘন্টা ১০ মিনিট আগে
২০ ঘন্টা ৪৩ মিনিট আগে
১ দিন ৩ ঘন্টা ২৭ মিনিট আগে