কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার বন্যা দুর্গত মানুষের মাঝে শুকনো খাবার বিতরণ করেছে
বেসরকারী উন্নয়ন সংস্থা ”সোসাইটি ফর হেল্থ এক্সটেনশন এন্ড ডেভেলাপমেন্ট (শেড)।শেড এর সিজস্ব
তহবিল থেকে ১৩ আগস্ট-২০২৩ ইংরেজি রোজ বুধবার চকরিয়া পেীরসভার ১ ও ২ নম্বর ওয়ার্ডের বন্যা
আক্রান্ত ২০০ (দুইশত) পরিবারকে এই ত্রাণ সহায়তা সামগ্রী বিতরণ করা হয়।শুকনো খাবারের প্রতিটি
প্যাকেটে দুই কেজি চিড়া,হাফ কেজি গুড়,০৫ প্যাকেট বিস্কুট, চার লিটার মিনারেল ওয়াটার, ০৫ প্যাকেট
খারার স্যালাইন ,একটি গ্যাস লাইটার ও ০৬ টি মোমবাতি রয়েছে।উক্ত ত্রাণ বিতরণ কার্যক্রম মাঠ
পর্যায়ে উদ্ভোধন করেন চকরিয়া উপজেলার উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল করিম
সাঈদি,০১নং ওয়ার্ডে কাউন্সিলর জনাব নুরুসশফি,২নং ওয়ার্ডে কাউন্সিলর সাইফুল ইসলাম,সার্বিক
সহযোগিতা করেন সাইক্লোন পিপ্রেয়াড প্রোগ্রাম-সিপিপি’র চকরিয়া উপজেলার টিম লিডার নুরুল
মুক্তাদির লিটন ও সিপিপি চকরিয়া ইউনিটের সদস্যবৃন্দ,ইউনিসেফ এর এইচজিএসপি প্রোগ্রামের
উপজেলা নিউট্রিশন সুপারভাইজার সুমাইয়া শারমিন,শেড এর পক্ষ থেকে সার্বিক সমন্বয় করেন
জিয়াউর রহমান, উপ-পরিচালক-স্বাস্থ্য ও পুষ্টি, আরো উপস্থিত ছিলেন,লজিস্টিক ও প্রকিউরমেন্ট
অফিসার মুহাম্মদ জাবেদ,এ্যাসিসটেন্ট নিউট্রিশন সুপারভাইজার মুহিবুল ইসলাম,জনাবা
সিমসাং ফ্রিঙ, মাইদুল ইসলাম চয়ন,জনাব মোতাহের হোসেন,ইনফরমেশন সার্ভিস প্রোভাইডার-
আইএসপি জাবেদ হোসাইন প্রমুখ।
উল্লেখ্য বিগত ৭ ও ৮ আগস্ট-২০২৩ইং তারিখের ভয়াবহ বন্যার কারণে কক্সবাজার জেলার চকরিয়া ও
পেকুয়া উপজেলার বিস্তৃর্ণ এলাকা প্নাবিত হয় এবং কোন কোন এলাকায় ৭ থেকে ৮ ফুট পর্যন্ত জলাবদ্ধতা
সৃষ্টি হয়।এই জলাদ্ধতার ফলে মানুষের ঘর বাড়ি,রাস্তা-ঘাট,শিক্ষা প্রতিষ্টান,কৃষি ফসলের ব্যাপক ক্ষয়-
ক্ষতি হয় এবং মানুষের জীবনে নেমে আসে অর্বনণীয় র্দুদশা।চকরিয়ার উপজেলা নির্বাহী অফিসার জনাব
জেপি দেওয়ানের সার্বিক তত্বাবধানে শেড এই কার্যক্রম সফলভাবে সম্পন্ন করেন এবং আগামীতেও
দুর্গত মানুষের পাশে থাকার জন্য সংশ্লিষ্ট সকলের সহায়তা কামনা করে।
৩ দিন ২ ঘন্টা ২১ মিনিট আগে
৩ দিন ৫ ঘন্টা ২৭ মিনিট আগে
৭ দিন ৮ ঘন্টা ৩০ মিনিট আগে
৮ দিন ৭ ঘন্টা ৩ মিনিট আগে
৯ দিন ১ ঘন্টা ৫৭ মিনিট আগে
১৮ দিন ৭ ঘন্টা ২৫ মিনিট আগে
১৮ দিন ২০ ঘন্টা ২৩ মিনিট আগে
২৫ দিন ১ ঘন্টা ১৪ মিনিট আগে