দরিদ্র অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করল সাতকানিয়া - লোহাগাড়া মানবিক ফাউন্ডেশন। কোম্পানীগঞ্জে খালেদা জিয়ার রোগ মুক্তি ও ব্যারিস্টার মওদুদের মৃত্যুবার্ষিকীতে দোয়া ও ইফতার মাহফিল ‘গালি’ নিয়ে দেশের আইনে কী আছে? আমেরিকান কনক্রিট ইন্সটিটিউটের পক্ষ থেকে শতাধিক পথশিশু ও দুস্থদের মাঝে ইফতার বিতরণ প্রশাসনের ঢিলেঢালা আচরণে দুষ্কৃতকারীরা আশকারা পাচ্ছে : রিজভী জবিসাসের ইফতারে এক ছাতার নিছে সব ছাত্র সংগঠন ডাঃ মকবুল হোসেন এতিমখানা ও নূরানী হাফিজিয়া মাদ্রাসায় ইফতার ও দোয়া মাহফিল লোহাগড়ায় নিহত বিএনপি,যুবদল,ছাত্রদল নেতাদের স্মরণে স্মরণসভা ও ইফতার মাহফিল অনিষ্ঠত কালিগঞ্জ নলতা যুবককে গলা কেটে হত্যাচেষ্টার মূল আসামিসহ দু’জন গ্রেফতার কোম্পানীগঞ্জ সিরাজপুর ইউনিয়নে জামায়াতে ইসলামী’র উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত দখলদারদের লোভের শিকারে খুলনা বিভাগের ৩৭টি নদী মৃতপ্রায় লাখো রোহিঙ্গার সঙ্গে ইফতারে জাতিসংঘ মহাসচিব আশাশুনিতে রোজা ও যাকাতের তাৎপর্য শীর্ষক সেমিনার অনুষ্ঠিত নাগেশ্বরীতে যায়দিনের ডিক্লারেশন বাতিলের প্রতিবাদে মানববন্ধন কমলগঞ্জে একতা সমাজ কল্যাণ পরিষদের ইফতার সামগ্রী পেয়ে খুশি শতাধিক পরিবার নাগরপুরে তামাক ক্ষেত থেকে ১ মহিলার মরদেহ উদ্ধার করেছে পুলিশ কেন্দ্রীয় ভাইস-চেয়ারম্যান নার্গিস বেগমকে ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন শার্শা উপজেলা বিএনপি কক্সবাজারে জলবায়ু উদ্বাস্তু পুনর্বাসন প্রকল্প পরিদর্শনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস লাখাইয়ে সাংবাদিক এমএ ওয়াহেদ এর মায়ের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক। জয়পুরহাটে অপ চিকিৎসায় পঙ্গুত্ববরণের অভিযোগে চিকিৎসকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

এক স্বপ্নবাজ স্বেচ্ছাসেবকের গল্প

পদ্মা নদীবিধৌত অঞ্চল ফরিদপুর জেলার ছোট্ট সদর উপজেলার চরকমলাপু্র নামক এলাকাতে তার জন্ম।। ফরিদপুরে জন্ম হলেও বাবার ব্যবসা রাজধানী ঢাকাতে হওয়ায় তার শৈশব ঢাকা শহরেই কাটে। ছোটবেলা থেকেই কোমল হৃদয়ের অধিকারী হওয়ায়, সমাজে চারপাশে নিম্ন জনগোষ্ঠি, সুবিধাবঞ্চিত মানুষের দুঃখ তাকে সব সময়ই কস্ট দিত। সবসময় সে ভাবতো তাদের জন্য কিছু করার। এর সাথে বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডের কাজে  স্বেচ্ছাসেবী হয়ে কাজ করার তার ছিল বিপুল আগ্রহ। কিন্তু পারিবারিক ও প্রাতিষ্ঠানিক বিভিন্ন কারনে সে এসবের সাথে ইচ্ছা থাকা সত্ত্বেও যুক্ত হতে পারেনি। এভাবে স্কুল ও কলেজ জীবনের সাফল্যের সাথে শেষ করার পর ঢাকায় অবস্থিত বিজিএমই ইউনিভার্সিটি অফ ফ্যাশন এন্ড টেকনোলজি তে বস্ত্র বিপনন বিষয়ে পড়া শুরু করেন । এরই কিছুদিন পরে করোনা মহামারী সারাবিশ্বে হানা দেয়। স্মরণ কালের সবচেয়ে ভয়াবহ এই রোগের মহামারী তে রেকর্ড সংখ্যক মানুষ মৃত্যু বরন করে। পুরো পৃথিবী ব্যাপী এক স্থবিরতা বিরাজ করে। প্রায় অধিকাংশ দেশেই লকডাউন দেয়া হয়। এরই প্রেক্ষিতে করোনার ভয়াল থাবা বাংলাদেশেও হানা দেয়। অল্পদিনের মধ্যেই অবস্থা প্রকট আকার ধারন করে। স্কুল কলেজ, অফিস, আদালত বন্ধ করেও লকডাউন দেয়া হয়। শত থেকে হাজারে হাজারে মৃতের সংখ্যা বাড়তে থাকে। এসময় প্রচুর স্বেচ্ছাসেবীর প্রয়োজন হয়। তার মনও এই বিরূপ অবস্থা দেখে কেদে ওঠে । সেও চায় এই স্বেচ্ছাসেবী কাজে অংশ নিতে। এরই প্রেক্ষিতে ২০২১ সালের মে মাসে জাগো ফাউন্ডেশনের যুব শাখা ভলান্টিয়ার ফর বাংলাদেশ নামে জাতীয় সেচ্ছাসেবী সংগঠনে ফরিদপুর জেলায় স্বেচ্ছাসেবী হিসেবে যোগদান করেন। এরপর বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সাথে অংশ নিতে থাকেন। এরপর কমিটি মেম্বার হন এবং এরপর ২০২১ সালের ডিসেম্বরে জেলা বোর্ড নির্বাচনের মাধ্যমে সকলের ভোটে বিজয়ী হয়ে ২০২২ বোর্ডের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন। করোনা মহামারীর কাজের অংশ হিসেবে ভলান্টিয়ার ফর বাংলাদেশ সারাদেশে প্রায় আড়াই লক্ষ মাস্ক বিতরন কার্যক্রম পরিচালনা করে।  সে হিসেবে ফরিদপুর জেলায় প্রায় দুই হাজার পাচশত মাস্ক বিতরন ক্যাম্পেইন পরিচালনা করেন। এছাড়াও সমাজে গরীব মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা উপকরন সরবরাহ সহ , বৃক্ষ রোপন অভিযান, ও মেডিক্যাল কাম্পের আয়োজনে সক্রিয় ভাবে অংশগ্রহন করেন। সমাজে যুবদের দক্ষতা উন্নয়নেও ছিলো তার অসামান্য ভূমিকা। ২০২২ সালে জাগো ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত যুবদের নাগরিক নামক করমশালায় তিনি ট্রেইনার ও প্রজেক্ট লিডার হিসবে ছিলেন এবং যুবদের নাগরিক অধিকার ও ২০২৩ সালে অনুষ্ঠিত যুব ভোটাধিকার সম্পর্কে দিনব্যাপী প্রোগ্রামে ট্রেইনার হিসেবে ছিলেন এবং যুবদের সচেতন করেন। 

তার মতে " স্বেচ্ছাসেবী কাজে কোন টাকাপয়সা পাও্য়া না গেলেও , একটি মানুষকে সাহায্য করবার পরে যে তার মুখে হাসি দেখা যায় এতে পরিতৃপ্তি পাও্য়া যায়" ।  বর্তমানে তিনি ভলান্টিয়ার ফর বাংলাদেশ ফরিদপুর জেলায় ২য় বারের মত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।


প্রতিনিয়ত নিয়ত ঘরের খেয়ে বনের মোষ তাড়ানোর মত অনেকের সমালোচনা উপেক্ষা করে তিনি  সেচ্ছাসেবী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন

স্বেচ্ছাসেবী কাজের অভিজ্ঞতগুলোর মধ্যে তার সব চেয়ে পরিতৃপ্তির যে কাজটি ছিল বৃদ্ধাশ্রমে গিয়ে বৃদ্ধ পুরুষ ও মহিলাদের সাথে সময় কাটানো। এছাড়াও ফরিদপুরের নৃগোষ্ঠী বেদে সম্প্রদায়ের সাথে মেহেদী দিয়ে ঈদের আনন্দ ভাগাভাগী করে নেয়ার মুহূর্ত ও তার অন্যতম সুন্দর স্মৃতি।


তিনি আরোও বলেন " মানুষের ভালোবাসা , অক্রিত্তিম স্নেহ ও আত্ন তৃপ্তি তাকে সামনে আরো ভালো কাজ করার প্রেরনা জোগাবে '

Tag
আরও খবর





deshchitro-67bc2095c049f-240225013237.webp
'ব্রাক মাইগ্রেশন প্রোগ্রাম' এর পথনাটক

১৮ দিন ১৪ ঘন্টা ২২ মিনিট আগে