রংপুরের মিঠাপুকুর উপজেলায় মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়নধীন “বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা”শীর্ষক কর্মসূচির আওতায় ক্ষুদ্র-নৃ গোষ্ঠীর ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা বৃত্তি,বাইসাইকেল,ভিক্ষুকদের পুর্ণবাসনের চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে।সোমবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে বেগম রোকেয়া অডিটেরিয়ামে শিক্ষা বৃত্তি,বাইসাইকেল,ভিক্ষুকদের পুর্ণবাসনের চেক বিতরণ করা হয়েছে।
মিঠাপুকুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমাতুজ জোহরা বৃতির সভাপত্বিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি,বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির কোষাধাক্য ও মিঠাপুকুর-৫ আসনের সাংসদ হাবিবুরন্নবী আশিকুর রহমান। এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন সরকার,উপজেলা ভাইস চেয়ারম্যান নিরাঞ্জন মহন্ত,মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার জেসমিন,মিঠাপুকুর উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি মোজাম্মেল হক মিন্টু মিয়া,উপজেলার সহকারী ভূমি কমিশনার রুহুল আমিন,মিঠাপুকুর থানার ইনচার্জ মোস্তাফিজার রহমানসহ প্রমূখ।
এসময় উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি,১০জন আদিবাসী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও উপজেলার বিভিন্ন ইউনিয়নের ১০জন ভিক্ষুকের মাঝে ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।