রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কৃষি অনুষদ ভবনের দ্বিতীয় তলার সিড়ি থেকে দুটি ককটেল উদ্ধার করা হয়েছে। রোববার (২৬ নভেম্বর) সন্ধ্যা সাতটার দিকে ককটেল দুটি দেখতে পান কৃষি অনুষদ ভবনের দুজন প্রহরী। পরে রাত সাড়ে ৮টার দিকে রাজশাহীর বোম ডিস্পোজাল ইউনিট এসে ককটেল দুটি নিষ্ক্রিয় করেন।
কৃষি অনুষদের প্রহরীর দায়িত্বে থাকা রাসেল হাসান বলেন, আমি পাঁচ মিনিট সময়ের জন্য অনুষদের পাশেই চা খেতে গিয়েছিলাম। এ সময় আমার এক কলিগ ককটেল দেখতে পেয়ে আমাকে জানালে আমি এসে দুটি ককটেল দেখতে পাই। পরে সঙ্গে সঙ্গে আমি কৃষি অনুষদের ডিন আব্দুল আলিম স্যারকে বিষয়টি অবহিত করি। এসময় তিনি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে জানায়। তবে কে কারা এখানে ককটেল রেখেছেন এ বিষয়ে তারা কিছু দেখতে পাননি বলে জানান।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, আমি বিষয়টি জেনে মতিহার থানার ওসিকে অবহিত করি। এবং আমাদের প্রক্টরিয়াল টিমের সদস্যদের সেখানে পাঠানো হয়। এসময় শিক্ষার্থীদের আতঙ্কিত না হওয়ার আহ্বান জানান তিনি। কে বা কারা করেছে এ বিষয়ে তদন্ত করে দেখা হবে বলে জানান তিনি।
১৯ ঘন্টা ১২ মিনিট আগে
১৯ ঘন্টা ১৬ মিনিট আগে
১ দিন ১৭ ঘন্টা ২৮ মিনিট আগে
১ দিন ২৩ ঘন্টা ২৯ মিনিট আগে
২ দিন ৩ ঘন্টা ১ মিনিট আগে
২ দিন ৩ ঘন্টা ১ মিনিট আগে
২ দিন ৩ ঘন্টা ৩৫ মিনিট আগে
২ দিন ৪ ঘন্টা ৫১ মিনিট আগে