কিশোরগঞ্জে আ.লীগের চার নেতা গ্রেফতার সাতক্ষীরায় দুই নারীর প্রতারণার ফাঁদে মাছ ব্যবসায়ী লাখাইয়ে বুল্লাবাজার ব্যকস এর আহবায়ক কমিটি গঠন। ঢাকা বিভাগসহ ৪ জেলায় ঝড়বৃষ্টি ও বজ্রপাতের আভাস ঝিনাইদহের কালীগঞ্জে পরিসংখ্যান কর্মকর্তার স্ত্রীর নাম ব্যবহার করে শুমারির টাকা আত্মসাৎ আদমদীঘিতে ৭ শ্যালোর পাম্প চুরি, দিশেহারা কৃষক ছাত্রদল নেতা পারভেজ হত্যার প্রতিবাদে নন্দীগ্রাম ছাত্রদলের বিক্ষোভ মিছিল মাদকের বিরুদ্ধে খোকসার ওসির জিরো টলারেন্স ঘোষণা সুন্দরবনের ডাকাত করিম শরীফ বাহিনীর দুই সহযোগী আটক: জিম্মি থাকা দুই জেলে উদ্ধার। প্রিয়জন সামাজিক সেবামূলক সংগঠনের ১ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন আশাশুনিতে গণমাধ্যম কর্মীদের সাথে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা ছাত্র নেতা শামীমকে হত্যা চেষ্টার ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখার সংবাদ সম্মেলন আশাশুনিতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা বাড়ার আভাস প্রধান উপদেষ্টা কাল কাতার যাচ্ছেন গণহত্যা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন যেকোনো দিন : চিফ প্রসিকিউটর মহাসমাবেশের ডাক দিল হেফাজতে ইসলাম একনেকে ২৪ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন ১৯ দিনে প্রবাসী আয় প্রায় ২১ হাজার কোটি টাকা

খুলনা বিশ্ববিদ্যালয়ে রোড ম্যাপ টুওয়ার্ডস প্রোগ্রাম লেভেল এক্রিডিটেশন শীর্ষক প্রশিক্ষণ উদ্ভোধন

খুলনা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে রোডম্যাপ টুওয়ার্ডস প্রোগ্রাম লেভেল অ্যাক্রিডিটেশন শীর্ষক ৪ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি আজ ০৪ ডিসেম্বর (সোমবার) অনুষ্ঠিত হয়। সকাল ৯.১৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের শহিদ সৈয়দ নজরুল ইসলাম ভবনের আইকিউএসির সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্যের চলতি দায়িত্বে নিয়োজিত উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা। 

তিনি বলেন, উচ্চশিক্ষার উৎকর্ষ সাধন ও টেকসই আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে বাংলাদেশ অ্যাক্রিডিটেশন কাউন্সিল (বিএসি)। এই কাউন্সিলের গাইডলাইন অনুসরণ ও ক্রাইটেরিয়া পূরণ করে বিশ্ববিদ্যালয়ের মান বিশ্বমানে উন্নীত করতে হয়। সেই লক্ষ্য অর্জনে ইতোমধ্যে খুলনা বিশ্ববিদ্যালয়ে বিশ্বমানের ওবিই কারিকুলা অনুসরণ করে ক্লাস ও পরীক্ষা গ্রহণ করা হচ্ছে। এছাড়াও বিএসি’র অনেক ক্রাইটেরিয়া পূরণে নানা কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে।

তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার রূপকল্প ২০৪১; তথা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের প্রয়োজন দক্ষ-দেশপ্রেমিক জনশক্তি, যা গড়ে তুলতে বিশ্ববিদ্যালয়গুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দেশে প্রতিবছর উচ্চশিক্ষা প্রতিষ্ঠান থেকে অসংখ্য শিক্ষার্থী পড়াশোনা শেষ করে বের হয়ে আসে। এসকল শিক্ষার্থীদের আধুনিক জ্ঞানসম্পন্ন দক্ষ ও দেশপ্রেমিক মানবশক্তি হিসেবে গড়ে তুলতে হবে। তবে অচিরেই আমাদের দেশ উন্নত-সমৃদ্ধ দেশে পরিণত হবে। 

প্রধান অতিথি বলেন, আমরা এখন যে অবস্থানে আছি এবং আমরা কোন অবস্থানে যেতে চাই এটা একটা কৌশলগত পরিকল্পনা। আমাদের মূল লক্ষ্যে পৌঁছাতে একাডেমিক ও প্রশাসনিক কাজ করতে গিয়ে বাস্তব কিছু সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তা এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে সমাধান হবে বলে আমার বিশ্বাস। তিনি এই ধরনের প্রশিক্ষণ আয়োজনের জন্য আইকিউএসির পরিচালকসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।

আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ জিয়াউল হায়দারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ও বাংলাদেশ অ্যাক্রিডিটেশন কাউন্সিলের সাবেক সদস্য এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের সিনিয়র শিক্ষক প্রফেসর ড. সঞ্জয় কুমার অধিকারী। স্বাগত বক্তব্য রাখেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মো. মতিউল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন আইকিউএসির উপ-রেজিস্ট্রার মোঃ নুরুল ইসলাম সিদ্দিকী। 

উদ্বোধনী অনুষ্ঠানে পর প্রফেসর ড. সঞ্জয় কুমার অধিকারী তিনটি ভিন্ন টেকনিক্যাল সেশনে বিশ্ববিদ্যালয়ের অ্যাক্রিডিটেশন অর্জনের বিভিন্ন দিক তুলে ধরেন। ফিডব্যাক গ্রহণ করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. জগদীশ চন্দ্র জোয়ারদার। এ প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিনের ৩৫ জন শিক্ষক অংশগ্রহণ করেন।

আরও খবর