কক্সবাজারের চকরিয়ায় ছোটাছুটি করে ট্রেন দেখতে যাওয়ার সময় শ্যামলী পরিবহনের বাস চাপায় দুই শিশু নিহত হয়েছে। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে চকরিয়ার (চট্টগ্রাম -কক্সবাজার) মহাসড়কের ডুলহাজারায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহত দুই শিশু ডুলহাজারা ইউনিয়নের মাইজ পাড়া সৌদি প্রবাসী নাছির উদ্দিনের দুই সন্তান আব্দুর রহমান (৮) ও সাবা আক্তার (৬)। এতে গুরুতর আহত হয়ে প্রবাসী নাছির উদ্দিনের এক ভাতিজী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে নিশ্চিত করেছেন ইউপি চেয়ারম্যান হাসানুল ইসলাম আদর।
মালুমঘাট হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার বলেন, শ্যামলী পরিবহনের একটি বাস যাত্রী নিয়ে চট্টগ্রামের উদ্দেশে রওনা হয়। ডুলহাজারা এলাকায় দুই শিশু তাড়াহুড়ো করে সড়ক পার হতে গিয়ে বাসের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। পরে তাঁদের মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠানো হয়েছে।
দুর্ঘটনায় ঘাতক বাসটি পুলিশ হেফাজতে রাখা হয়েছে
প্রত্যক্ষদর্শীরা বলেন, শিশু দুটি কোথা থেকে আসছিল জানি না। হঠাৎ তারা সড়ক পার হতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। বাসটির গতি অনেক বেশি ছিল। একই সময়ে ট্রেন যাচ্ছিলো। প্রতিদিনই ট্রেন যাওয়ার সময় স্থানীয়দের সমাগম হয়। ট্রেন দেখতে গিয়ে তাড়াহুড়ায় মূলত এ দুর্ঘটনা টা ঘটে।
৭ ঘন্টা ২৯ মিনিট আগে
৮ ঘন্টা ১৫ মিনিট আগে
১৩ ঘন্টা ৪০ মিনিট আগে
১৫ ঘন্টা ২৫ মিনিট আগে
১৬ ঘন্টা ২৫ মিনিট আগে
১৬ ঘন্টা ৩১ মিনিট আগে
১৬ ঘন্টা ৩২ মিনিট আগে