ঝালকাঠির নলছিটিতে উৎসবমুখর পরিবেশে দৈনিক ইত্তেফাকের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।
রবিবার বিকেল সাড়ে চারটায় নলছিটি প্রেসক্লাবের উদ্যোগে কেক কাটা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলছিটি পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আঃ ওয়াহেদ খান।
প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, "প্রতিষ্ঠার পর থেকে দৈনিক ইত্তেফাক প্রতিটি গণতান্ত্রিক ও স্বৈরাচারবিরোধী আন্দোলন-সংগ্রামে বলিষ্ঠ ভূমিকা রেখে এসেছে। ১৯৭১-এর মহান মুক্তিযুদ্ধে ইত্তেফাকের রয়েছে গৌরবোজ্জ্বল ভূমিকা। বাংলাদেশের সংবাদপত্রের ইতিহাসে দৈনিক ইত্তেফাক এক উজ্জ্বল নক্ষত্র হিসেবে পাঠকের কাছে সমাদৃত হয়ে আছে।"
এ অনুষ্ঠানে নলছিটি প্রেসক্লাবের সাধারন সম্পাদক এইচ এম আখতারুজ্জামান বাচ্চুর সভাপতিত্বে আরও বক্তব্য দেন নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ আলী, নলছিটি সরকারি কলেজের সাবেক সহযোগী অধ্যাপক সামসুল আলম খান বাহার, জেলা প্রতিনিধি শফিউল ইসলাম সৈকত, নলছিটি উপজেলা প্রতিনিধি মো. শরিফুল ইসলাম পলাশ প্রমুখ ।
সভায় উপস্থিত ছিলেন জেলা, উপজেলার স্থানীয় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ ।