নলছিটিতে ছবি আঁকার শিক্ষা প্রতিষ্ঠান "তুলি ড্রয়িং একাডেমীর" যাত্রা শুরু হলো।
৫ জানুয়ারি শুক্রবার সকাল ১০টায় নলছিটি পাবলিক লাইব্রেরি ও সাংস্কৃতিক কেন্দ্রের সংলগ্ন সরকে তুলি ড্রয়িং একাডেমির নিজস্ব কার্যালয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
প্রতিষ্ঠানটির উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠাতা মামুন খানের সভাপতিত্বে এ আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলছিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষক ও নলছিটি প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মিলন কান্তি দাস, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নাজমুল হায়দার খান বাদল, আবদুস ছত্তার হাওলাদার, ভোলানাথ দাস, নলছিটি সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক মল্লিক মনিরুজ্জান, মাওলানা গোলাম মোস্তফা খান মহিল কলেজের প্রভাষক মোঃ দেলোয়ার হোসেন পান্নু, সাংস্কৃতিক অঙ্গনের আলোকিত কর্মী তপন কুমার দাস, শাহীন আহমেদ, অরবিন্দ পোদ্দার তপু প্রমুখ।
করোনা মহামারীর কারনে মামুন খান'র প্রতিষ্ঠিত নলছিটির একমাত্র ছবি আঁকার শিক্ষা প্রতিষ্ঠানটি বন্ধ হয়ে যায়। নব উদ্যোমে আবার যাত্রা শুরু করায় শিক্ষার্থী এবং অভিভাবকদের মধ্য ব্যাপক সারা পড়েছে। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক আমির হোসেন।