'দুর্নীতির বিরুদ্ধে একসাথে' এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্যাক্টা প্রকল্পের আওতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মান উন্নয়নের লক্ষ্যে কমিউনিটি এ্যাকশন সভা মঙ্গলবার (১৬ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় শ্রীমঙ্গল শহরতলীর মুসলিমবাগ আবাসিক এলাকায় অনুষ্ঠিত হয়।
অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপের (এসিজি) আয়োজনে এবং সচেতন নাগরিক কমিটি (সনাক) টিআইবি শ্রীমঙ্গলের সহযোগিতায় কমিউনিটি অ্যাকশন সভায় প্রধান অতিথির বক্তব্য দেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের শ্রীমঙ্গল সনাক অফিসের এরিয়া কো-অর্ডিনেটর জনাব মো. আবু বকর।
প্যাক্টা প্রকল্প বাস্তবায়নে সহায়তাকারী ইন্টার্ন ইব্রাহীম মিয়ার সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপের (এসিজি-স্বাস্থ্য) আহবায়ক সাইদুল ইসলাম সবুজ ও শ্রীমঙ্গল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ, এসিজি সদস্য (স্বাস্থ্য) মোঃ এহসানুল হক (এহসান বিন মুজাহির)।
সভায় অংশগ্রহণ করেন, টিআইবি সনাক শ্রীমঙ্গল অফিসের অফিস সহকারী মো. তারেক আহমেদ, এসিজি সদস্য সৈকত ব্যানার্জি, মো. রোমন মিয়া, টিআইবির ইয়েস এর সদস্য ইমন গোস্বামী, শাহানাজ আক্তার, মোছা. তানজিলা আক্তার, মাসহুরা জান্নাত মিতানূর, খাদিজা আক্তার সুমিসহ বিভিন্ন শ্রেণি পেশার সেবাগ্রহিতাগণ।
অ্যাকশন সভায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যসেবা পেতে বিভিন্ন পর্যায়ে হয়রানি, সময়ক্ষেপনসহ বিভিন্ন সুবিধা এবং অসুবিধা তুলে ধরেন স্বাস্থ্যসেবা গ্রহীতাগণ।
বক্তারা বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সের মানোন্নয়নে স্বাস্থ্যসেবা গ্রহীতাগণ নানা অভিযোগ ও প্রস্তাব এসেছে। এসব বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনা করে সুষ্ঠু সমাধান করা হবে। যা স্বাস্থ্য সেবার মানোন্নয়নে ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
৮ ঘন্টা ৪৬ মিনিট আগে
৮ ঘন্টা ৪৮ মিনিট আগে
৯ ঘন্টা ৩১ মিনিট আগে
৯ ঘন্টা ৫২ মিনিট আগে
৯ ঘন্টা ৫৯ মিনিট আগে
১০ ঘন্টা ৮ মিনিট আগে
১০ ঘন্টা ৩৮ মিনিট আগে