চব্বিশের পটপরিবর্তনে ভারত-বিএনপি সম্পর্কের নতুন মোড় ব্যবহারকারীদের জন্য হোয়াটসঅ্যাপের নতুন চমক নেতানিয়াহুকে বন্দি করতে বললেন ইসরায়েলি সেনাপ্রধান লেবু পাতার যত গুণ মাভাবিপ্রবিতে বাংলা নববর্ষে সৃজনশীলতায় সাজানো ব্যতিক্রমধর্মী আয়োজন দ্রুত বিচার ও সংস্কার কার্যক্রম বাস্তবে দেখতে চাই: নাহিদ ইসলাম কেঁপে উঠল যুক্তরাষ্ট্র ইসরায়েলি আগ্রাসনে আরও ৩৯ ফিলিস্তিনির প্রাণহানি শাকিবের ‘তাণ্ডব’ থেকে বাদ ২ নায়িকা, কারণ কী? শার্শায় বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ পালন ইসলামপুর থানায় বেড়েছে দালাল, ২ দালালকে থানায় প্রবেশ না করতে ওসির হুঁশিয়ারি বর্ষবরণ | বিথী রহমান তাঁরা সবাই আজ মারা গেছে | মোঃ মাজিদুর রহমান শাহীন ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় ডোমারবাসীর বর্ষবরণ সরকারের মূল লক্ষ্য কর্তৃত্ববাদী প্রবণতা যেন ফিরে না আসে’ পলাশে নানা কর্মসূচীর মাধ্যমে পহেলা বৈশাখ বর্ষবরণ উদযাপন ঢাকার আকাশে ব্যতিক্রমী ড্রোন শো খুবিতে নানা আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন ন স্বপ্ন থেমে গেল,কুবির তিন্নি আর নেই দেশে চীনের বিনিয়োগকারীদের এফবিসিসিআই এর পক্ষ থেকে সকল ধরনের সহযোগিতা প্রদান করা হবে : হাফিজুর রহমান

কলাম : জীবন চক্র

সফলতা কোনো রাতারাতি ঘটে যাওয়া ঘটনা নয়। এটি অসংখ্য পরিশ্রম, ব্যর্থতা, ধৈর্য ও আত্মত্যাগের ফল। আজ যারা সাফল্যের শীর্ষে দাঁড়িয়ে আছেন, তাদের পেছনে লুকিয়ে আছে এক অসম্ভব ল'ড়াই, যা বাইরে থেকে সহজ মনে হলেও, বাস্তবে তা ছিল কণ্টকাকীর্ণ পথচলা।

এতো এতো পরিশ্রম করো যে, একদিন যখন তোমার সাফল্যের গল্প কেউ শুনবে, তাদের গায়ে কাঁটা দিয়ে উঠবে। কারণ তোমার সংগ্রামের সেই প্রতিটি মুহূর্ত, তোমার ঘাম ঝরানো রাতগুলো, তোমার না ঘুমানো দিনগুলো, একদিন মানুষকে বিস্মিত করবে। তারা ভাববে—এত কষ্ট, এত ল'ড়াই কেউ করল কীভাবে?

কিন্তু শুধু নিজে সাফল্য পাওয়াই জীবনের একমাত্র লক্ষ্য হওয়া উচিত নয়। প্রকৃত বড় মানুষ সেই, যে অন্যের ল'ড়াইকে অসম্মান করে না, যাকে দেখে ছোট মনে হয়, তাকেও সম্মানের চোখে দেখে। কারণ জীবন আমাদের কখন কোন অবস্থায় নিয়ে যাবে, তা আমরা কেউ জানি না। আজ যে ব্যক্তি সংগ্রাম করছে, কাল সে-ই হয়তো বিজয়ের শিখরে উঠবে।

জীবন কখনোই সরলরেখায় চলে না। এখানে ওঠানামা আছে, ঝড় আছে, অপ্রত্যাশিত ধাক্কা আছে। তাই কখনো কারও সংগ্রামকে অবহেলা করো না। কেউ যদি কঠিন সময় পার করে, তার প্রতি সহানুভূতি দেখাও, তাকে ছোট চোখে দেখো না। কারণ কে, কখন, কীভাবে আমাদের জীবনকে বদলে দেবে, তা আমরা আগে থেকে বুঝতে পারি না। তাই, কঠোর পরিশ্রম করো, নিজের স্বপ্নের পেছনে ছুটে চলো, আর অন্যদের সম্মান করো। একদিন তোমার গল্পই হবে অন্যদের অনুপ্রেরণা, তোমার সফলতা হবে অন্যের জন্য উদাহরণ। আর তখন তুমি শুধু নিজের জন্যই নয়, বরং সমাজের জন্য, মানুষের জন্য, এক নতুন দৃষ্টান্ত হয়ে উঠবে।

লেখক : প্রণব মন্ডল, কবি এবং কলামিস্ট।

Tag