পটুয়াখালীর গলাচিপায় বৈশাখী মেলা আয়োজনে প্রাণ ফিরে পেল বিনোদনহীন এলাকাবাসীর মনে। এ উপজেলায় শিশুদের জন্য নেই কোন শিশু পার্ক, তেমনি পুরুষ ও মা- বোনদের অবকাশ যাপনের জন্য নেই কোন ব্যবস্থা। তাই বাংলা নববর্ষ আগমন উপলক্ষে বৈশাখী মেলায় সার্কাস, শিশুদের জন্য বিভিন্ন ধরনের খেলাধুলা, মহিলাদের জন্য আকর্ষণীয় প্রসাধনী, সব শ্রেণির মানুষের জন্য বিভিন্ন ধরনের উন্নতমানের খাবার ও ২০ টাকায় প্রবেশ টিকিট ক্রয়ের মাধ্যমে প্রতিদিন ৫১টি আকর্ষণীয় পুরস্কার এর ব্যবস্থা থাকায় সাধারণ মানুষের মাঝে ব্যাপকভাবে উৎসাহ উদ্দীপনা ও উৎসবের আমেজ বিরাজ করছে। সে কারণে গ্রাম থেকে আগত শিশু, নারী, ও পুরুষের আগমনে মেলা মাঠে উৎসুক জনতার উপচে পড়া ভীড় লক্ষ্য করা গেছে।
মেলা মাঠে আগত কলাগাছিয়া থেকে তার স্বামী সন্তানদের নিয়ে আসা মাহিনুর বেগম জানান, দীর্ঘদিন ধরে গলাচিপাতে কোন সার্কাস হয়নি তাই পরিবারের সবাইকে নিয়ে সার্কাস দেখতে এসেছি এবং ছেলে- মেয়েদের বিভিন্ন বিনোদন কেন্দ্রের আনন্দ উপভোগ করলাম, খুব ভালো লাগছে। এ ধরনের আয়োজন হোক এটা আমরা চাই।
তেমনি পানপট্টি থেকে আগত জরিনা বেগম জানান, ছেলে-মেয়েদের নিয়ে মেলার বিভিন্ন বিনোদন কেন্দ্র উপভোগ করলাম এর পাশাপাশি দীর্ঘদিন পর সার্কাস দেখলাম খুব ভালো লাগছে। এছাড়া ২০ টাকার প্রবেশ টিকিট এর মাধ্যমে আমাদের পানপট্টিতে মটরসাইকেল পেয়েছে তাই আশা রাখি আমিও মটরসাইকেল পাবো।
মেলা আয়োজনে এলাকার সাধারণ মানুষ, বিভিন্ন রাজনৈতিক দল ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের মাঝে বিরোধ লক্ষ্য করা যায়নি। বরং তাদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে পহেলা বৈশাখে দীর্ঘ কয়েক যুগ ধরে গলাচিপায় মেলার আয়োজন ঐতিয্যের ধারক হিসেব প্রচলিত।
১ ঘন্টা ৫৪ মিনিট আগে
১ ঘন্টা ৫৬ মিনিট আগে
২ ঘন্টা ২ মিনিট আগে
২ ঘন্টা ৪ মিনিট আগে
২ ঘন্টা ৮ মিনিট আগে
২ ঘন্টা ১৫ মিনিট আগে
২ ঘন্টা ১৭ মিনিট আগে
৩ ঘন্টা ৩০ মিনিট আগে