কোরআনের জ্ঞান ঈর্ষণীয় সম্পদ। কোরআনের জ্ঞান ও তার তিলাওয়াতের তাওফিক আল্লাহর অনন্য নিয়ামত। কোরআন তিলাওয়াতকারীরা আল্লাহর পরিজন এবং তাঁর বিশেষ বান্দা।
বুধবার (২১ শে ফেব্রুয়ারী ২০২৪ খ্রিঃ) মাদ্রাসা-ই ফজলুর রহমান এর শিক্ষার্থীদের মাঝে বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরন ,অভিভাবক সমাবেশ এবং ছবক ও দোয়ার অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
অনুষ্ঠানে বার্ষিক ক্রীড়ায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার প্রদান করেন অতিথিবৃন্দ।
মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মোঃ মাহমুদুল হাসান এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মোঃ তাজুল ইসলাম অধ্যক্ষ দারুল ক্বোরআন মাদ্রাসা রামগঞ্জ।
।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাফেজ মোস্তাফিজুর রহমান,রায়পুর উপজেলার শ্রেষ্ঠ কলেজ শিক্ষক-২০১৭ প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের রাষ্ট্রবিজ্ঞানের প্রভাষক আখতার হোসাইন খান,মাওলানা নজরুল ইসলাম বি- বাড়ীয়া প্রমুখ।
আরো উপস্থিত হয়েছেন অভিভাবক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা।
উক্ত অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন - মাওলানা সাদেকুল ইসলাম। অনুষ্ঠানে হামদ ও নাত পরিবেশন করা হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, কোরআন সর্বশেষ ঐশী গ্রন্থ। আল্লাহ কোরআনকে কিয়ামত পর্যন্ত আগত মানুষের জন্য মনোনীত করেছেন এবং পৃথিবীর শেষদিন পর্যন্ত রক্ষার অঙ্গীকার করেছেন। মুসলিম সমাজ ও রাষ্ট্রে হাফেজদের বিশেষ মর্যাদা রয়েছে। যেমন—ইসলামী সমাজব্যবস্থায় ইমামের একটি বিশেষ মর্যাদা আছে। আর কোরআনের অধিক বিশুদ্ধ তিলাওয়াতকারী হিসেবে হাফেজরা এ ক্ষেত্রে এগিয়ে থাকেন। কোরআনের হাফেজ মুমিনদের মধ্যে সর্বোত্তম ব্যক্তিদের অন্তর্ভুক্ত। হাফেজদের অন্তরে কোরআন সংরক্ষণ আল্লাহর কুদরতের বহিঃপ্রকাশ।
হাফেজরা সর্বশ্রেষ্ঠ বাণী কোরআনের ধারক। রায়পুর উপজেলায় এই শিক্ষা প্রতিষ্ঠানটি জ্ঞানের আলো ছড়াচ্ছেন। উত্তরোত্তর এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে এ প্রত্যাশা করছি। মাদরাসার পরিবেশ ও শিক্ষার গুণগত মান দেখে আমরা আনন্দিত। শিক্ষকসহ এ প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যাওয়ার সাথে যারা জড়িত তাঁদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন অতিথিরা।
সবক প্রদান অনুষ্ঠান শেষে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ সকলের জন্য দোয়া ও মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে আগত অতিথি, অভিভাবকদের শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানান হাফেজ মোঃ মাহমুদুল হাসান । প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য তিনি সকলের দোয়া,পরামর্শ ও সহযোগিতা কামনা করেন।
১৫ ঘন্টা ৩৫ মিনিট আগে
১ দিন ৮ ঘন্টা ৪৪ মিনিট আগে
১ দিন ১১ ঘন্টা ৪৪ মিনিট আগে
১ দিন ১২ ঘন্টা ৫৮ মিনিট আগে
১ দিন ১৬ ঘন্টা ৪৪ মিনিট আগে
১ দিন ২০ ঘন্টা ৩ মিনিট আগে
১ দিন ২০ ঘন্টা ৩৬ মিনিট আগে
২ দিন ৭ ঘন্টা ১৯ মিনিট আগে