পটুয়াখালীর গলাচিপা সুহরী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক গণিত শিপন চন্দ্র রায়ের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছে উক্ত বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী অভিভাবক ও এলাকাবাসী। রবিবার সকাল ১০টার সময় গোলখালী ইউনিয়নের সুহরী মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন পালিত হয়। এ সময় ছাত্র-ছাত্রী অভিভাবক ও এলাকাবাসী সবুজ খানের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। সবুজ খান হচ্ছে সুহুরী মাধ্যমিক বিদ্যালয়ের শরীরচর্চা বিষয়ক শিক্ষক। উক্ত বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জোলেখা জানান বুধবার স্কুল চলাকালীন সময়ে আমি আমাদের স্কুলের অবৈধ ম্যানেজিং কমিটি নিয়ে কথা বললে শিক্ষক সবুজ খান আমার উপর চড়াও হয়। তখন শিক্ষক শিপন চন্দ্র বলেন ম্যাডাম যা বলেছেন তা তো ঠিকই বলেছেন। এ কথা শুনে সবুজ খান শিপন চন্দ্রকে নাপিত, মালাউন বলে গালাগালি করে। এক পর্যায়ে সবুজ খান শিপন চন্দ্রকে মারার জন্য বটি নিতে গেলে অন্য শিক্ষকরা তাকে বাধা দেয়। এ পরিস্থিতিতে আমি একজন নারী হয়ে নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি এর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই। ভুক্তভোগী শিপন চন্দ্র রায় বলেন বৃহস্পতিবার আনুমানিক সকাল ৯ টা ৩০ মিনিটের সময় হরিদেবপুর থেকে স্কুলে আসার পথে হরিদেবপুর স্কুলের সামনে পূর্ব পরিকল্পিত ভাবে ওত পেতে থাকা সবুজ খান সহ ৫-৭ জন আমার উপর অতর্কিত হামলা করে কিল ঘুসি মারতে থাকে। আমার ডাক চিৎকারে স্থানীয় লোকজন আমাকে উদ্ধার করে। আমি এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।
৪ ঘন্টা ৪৪ মিনিট আগে
৪ ঘন্টা ৪৫ মিনিট আগে
৫ ঘন্টা ৭ মিনিট আগে
৫ ঘন্টা ৮ মিনিট আগে
৫ ঘন্টা ১৯ মিনিট আগে
৫ ঘন্টা ৪৪ মিনিট আগে