ইলিশ হলো মাছের রাজা জাটকা ধরলে হবে সাজা এই প্রতিপাদ্যকে সামনে রেখে
পটুয়াখালীর গলাচিপায় জাটকা সংরক্ষণ সপ্তাহ ২০২৪ পালিত হয়েছে। ১১ই মার্চ উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে সকাল ১০টায় উপজেলা চত্বর থেকে এক র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয়। র্যালী শেষে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন আল হেলাল, প্রধান অতিথি এস এম শাহজাদা এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মু. শাহিন, বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান মোঃ শাহিন বলেন ইলিশ হলো পৃথিবীর অন্যতম সুস্বাদু মাছ, এই ইলিশ একসময় প্রায় বিলুপ্তির পথে ছিল, এই ইলিশ কে রক্ষার জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইলিশ সংরক্ষণ সপ্তাহ ঘোষণা করেন। তিনি উপস্থিত সবাইকে প্রধানমন্ত্রীর নির্দেশনা মেনে সেই অনুযায়ী কাজ করার জন্য অনুরোধ জানান। সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন আল হেলাল তার বক্তব্যে বলেন এই সময় ইলিশ মাছ ধরা যাবেনা আমরা সবাই তা জানি। তারপরেও বিভিন্ন অজুহাতে আমরা এই নির্দেশনা অমান্য করি। দেশের এই সম্পদ রক্ষায় আমাদের সবাইকে সচেতন হওয়ার জন্য তিনি আহ্বান জানান। গলাচিপা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ জহিরুন্নবী তার দেয়া বক্তব্যে বলেন, আমাদের সমিতির মাধ্যমে আমরা ককশিট, জাল এবং পানপট্টিতে টুরিস্ট বোট দেয়া হবে। এগুলো সব জনগণের টাকার, জনগণের টাকার এসব সঠিক ব্যবহার না হলে আপনারা আমরা সবাই জনগণের কাছে দায়বদ্ধ থাকব। এ সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ উপজেলা শাখার সভাপতি মোঃ নূর সাঈদ মাতব্বর, সাধারণ সম্পাদক মাহমুদ হোসেন সাবু, সাংগঠনিক সম্পাদক মোঃ তমাল তালুকদার প্রমুখ।
৪ ঘন্টা ৪৪ মিনিট আগে
৪ ঘন্টা ৪৫ মিনিট আগে
৫ ঘন্টা ৮ মিনিট আগে
৫ ঘন্টা ৮ মিনিট আগে
৫ ঘন্টা ১৯ মিনিট আগে
৫ ঘন্টা ৪৪ মিনিট আগে