চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার ছৈয়দাবাদ গুইল্যাছড়ি এলাকা থেকে সোনা মিয়া (৬৫) নামের এক ব্যবসায়িকে গত ৮ মার্চ (শুক্রবার) বিকালে অপহরণ করে নিয়ে গেছে পাহাড়ি সন্ত্রাসীরা। অপহরণের ৬ দিন পার হয়ে গেলেও উদ্ধার হয়নি সোনা মিয়া। পারিবারিক সূত্রে জানা যায়, অপহরণকারীরা দীর্ঘ সময় ধরে তার নিকট থেকে বাৎসরিক চাঁদা আদায় করে আসছিল। সে ছৈয়দাবাদ ৩ নং ব্রীজ পাহাড়ি এলাকায় মৎস প্রজেক্টসহ বিভিন্ন ব্যবসায় বিনিয়োগ করলে তাতে ভাগ বসায় পাহাড়ি সন্ত্রাসীরা। সে সুবাদে পাহাড়ি সন্ত্রাসীদেরকে নিয়মিত চাঁদা দিয়ে ব্যবসা করে আসছিলেন তিনি। চলতি অর্থ বছরে তার নিকট মোটা অংকের চাঁদা দাবি করলে তিনি তা পরিশোধ করতে ব্যর্থ হওয়ায় তাকে অপহরণ করে নিয়ে যায় তারা। তাকে জীবিত অবস্থায় পেতে হলে পরিবারকে ২০ লক্ষ টাকা চাঁদা পরিশোধ করার পাশাপাশি কোন রকম প্রশাসনিক সহযোগিতা না নেয়ার জন্য চাপ সৃষ্টি করে যাচ্ছে পাহাড়ি সন্ত্রাসীরা। অপরদিকে সোনা মিয়ার ২ সংসারের স্ত্রী ও সন্তানেরা আতঙ্কে রয়েছে। এ ব্যাপারে থানা অফিসার ইনচার্জ ওবায়দুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেছেন, এ ব্যাপারে তার পরিবারের পক্ষ থেকে লিখিত কোন অভিযোগ দেয়নি। তারা থানাকে কোন ধরনের তথ্য দিয়ে সহযোগিতাও করছেন না। ফলে প্রশাসনিকভাবে কোন রকমের আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে পারছেন না বলেও জানিয়েছেন তিনি।
৫১ মিনিট আগে
১ ঘন্টা ১৪ মিনিট আগে
১ ঘন্টা ১৪ মিনিট আগে
১ ঘন্টা ২৫ মিনিট আগে
১ ঘন্টা ৫১ মিনিট আগে
১ ঘন্টা ৫১ মিনিট আগে
২ ঘন্টা ১৯ মিনিট আগে