চলতি বছর রমজানে নিত্যপণ্যের দাম যাতে না বাড়ে, এজন্য সরকার নানা পদক্ষেপ হাতে নিয়েছে। এর মধ্যে রমজানে চট্টগ্রাম চন্দনাইশ উপজেলায় ভোক্তার সঙ্গে প্রতারণার অভিযোগে মোবাইল কোর্ট অভিযানে ৬ দোকানদারকে ১১ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।
১৪ মার্চ (বৃহস্পতিবার) সকাল থেকে দুপুর পর্যন্ত সদরে কঠোরভাবে বাজার মনিটরিং এর সময় এই জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ডিপ্লোমেসি চাকমা। নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রির মাধ্যমে ভোক্তার সঙ্গে অনিয়মে ৬ ব্যবসা প্রতিষ্ঠানকে শাস্তির আওতায় এনে ১১ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়।
জানতে চাইলে ডিপ্লোমেসি চাকমা বলেন, রমজানে পণ্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে সরকারের নির্দেশে এই অভিযান পরিচালনা করা হয়। ব্যবসায়ীদের এখন থেকেই সচেতন করতে অর্থদণ্ড দেয়া হচ্ছে। এরই মধ্যে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় উপজেলাধীন গাছবাড়িয়ার আলী আকবরের ছেলে আলাউদ্দিনকে ১ হাজার, চৌধুরী পাড়ার খলিলুর রহমানের ছেলে মিজানুর রহমানকে ১ হাজার, উত্তর হাশিমপুরের মৃত নন্না মিয়ার ছেলে মো. কামালকে ২ হাজার, বৈলতলীর মো. বদিউল আলমের ছেলে মো. আনিসকে ৩ হাজার, হাজীর পাড়ার শফিউর রহমানের ছেলে মো. বোরহানকে ২ হাজার, গাছবাড়িয়ার মৃত খুইল্ল্যা মিয়ার ছেলে মুন্সি মিয়াকে ২ হাজারসহ মোট ১১ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়েছে। এই জরিমানা করে তাদেরকে সতর্ক করা হচ্ছে, পরে একই অনিয়ম পেলে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়া হবে।
উক্ত অভিযানে আরো উপস্থিত ছিলেন উপজেলা স্যানেটারি পরিদর্শক মাজেদা আক্তার, থানা পুলিশের একটি দল এবং উপজেলা ভূমি অফিসসের কর্মকর্তা ও কর্মচারীরাগণ।
৫১ মিনিট আগে
১ ঘন্টা ১৪ মিনিট আগে
১ ঘন্টা ১৪ মিনিট আগে
১ ঘন্টা ২৫ মিনিট আগে
১ ঘন্টা ৫১ মিনিট আগে
১ ঘন্টা ৫১ মিনিট আগে
২ ঘন্টা ১৯ মিনিট আগে