স্বীয় অভিনয় দক্ষতা ও সামর্থ্য দিয়ে অভিনয় জগতে নিজের আগমনী বার্তা জানান দিচ্ছে দেবশ্বী সাহা। ইতোমধ্যেই দেবশ্বী অর্জন করে নিয়েছে লাখো শিশু-কিশোরের আরাধ্য স্বপ্ন বাংলাদেশের শিশু-কিশোরদের অংশগ্রহণে অনুষ্ঠিত সর্ববৃহৎ ইভেন্ট ‘জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা ২০২৩’ এ একক অভিনয়ে জাতীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করে গ্রহণ করে কাঙ্ক্ষিত স্বর্ণপদক। এছাড়া জাতীয় শিক্ষা সপ্তাহ, মৌসুমী সাংস্কৃতিক প্রতিযোগিতা, বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতাসহ অসংখ্য প্রতিযোগিতায় উপজেলা, জেলা, ও বিভাগীয় পর্যায়ে দেবশ্বী অর্জন করেছে অবারিত সাফল্য। আঞ্চলিক পর্যায়ে অনুষ্ঠিত বিভিন্ন উৎসব ও পার্বণে তার সাবলীল অভিনয় দক্ষতা মুগ্ধতা কেড়েছে অগণিত সুধীজনের।
দেবশ্বীর জম্ম ও বেড়ে ওঠা বরিশাল জেলায়। দেবশ্বীর বাবা রতন সাহা বরিশালের একজন বিশিষ্ট ব্যবসায়ী ও মা ঝুমা সাহা একজন সংস্কৃতিকর্মী ও গৃহিনী। তিন বোনের সংসারে দেবশ্বী মেঝো। অভিনয়ের জগতে দেবশ্বীর হাতে খড়ি তার মায়েরই কাছে। দেবশ্বী বরিশালের শহীদ আরজু মনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় থেকে এ বছর এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে।
অভিনয়ের জগতে দেবশ্বী সাফল্যের আকাশে ধরবে-এই শুভকামনা।
৩১ দিন ৮ ঘন্টা ৩০ মিনিট আগে
৪৫ দিন ১১ ঘন্টা ৫৮ মিনিট আগে
৪৬ দিন ২৩ ঘন্টা ৮ মিনিট আগে
৪৮ দিন ৯ ঘন্টা ৬ মিনিট আগে
৫৭ দিন ৯ ঘন্টা ৫০ মিনিট আগে
৬০ দিন ১২ ঘন্টা ১১ মিনিট আগে
৬৩ দিন ৮ ঘন্টা ৫৮ মিনিট আগে
৭১ দিন ২ ঘন্টা ৫৫ মিনিট আগে