পটুয়াখালী গলাচিপার পানপট্টি ইউনিয়নে হাজী আব্দুল রহমান ওয়াকফ এস্টেটের, ই সি নং-১০২৯২। এর তফসিল বর্নিত সম্পত্তি দখল মুক্ত করার লক্ষ্যে সংশ্লিষ্ট কতৃপক্ষের কাছে মোতাওয়াল্লি'র আবেদন।
সূত্রমতে জানা যায়,ওয়াকফ প্রপার্টি একটি লিগ্যাল পার্সন বা আইনগত স্বত্বা। যার পক্ষে পরিচালক থাকতে হয়। যাকে পরিভাষায় মোতায়াল্লি বা নাজিরুল ওয়াকফ বলা হয়। মোতাওয়াল্লি দাতা কর্তৃক নিযুক্ত হতে পারে বা প্রশাসন ও আদালত কর্তৃকও হতে পারে। তিনি মূলত প্রপার্টির পক্ষে প্রতিনিধি হয়ে কাজ করেন। এ আলোকে অভিযোগকারী মো:নান্না মিয়া দীর্ঘদিন যাবত ই সি নং-১০২৯২,হাজী আব্দুল রহমান ওয়াকফ এস্টেটের প্রতিনিধিত্ব করে আসছেন।
সরেজমিনে জানা যায়,কতিপয় সুবিধাভুগী চক্রান্তকারী ওয়াকফ এস্টেটের সম্পত্তির রুপ পরিবর্তন করে বাড়ি নির্মান ও বিরোধ সৃষ্টি করে চাষাবাদের বিঘ্ন ঘটায়। সমাধানের চেষ্টায় একাধিক বার অভিযোগও করা হয়েছে সংশ্লিষ্ট কতৃপক্ষের কাছে।এ ধরনের চক্রান্তে ওয়াকফ এস্টেটের তফসিল বর্নিত সম্পত্তি পরিত্যক্ত হয়ে পারে থাকায় রাজস্ব হারাচ্ছে সরকার এবং ভোগান্তির শিকার হচ্ছে ভুক্তভোগী একাধিক পরিবার।
৪ ঘন্টা ৩৯ মিনিট আগে
৪ ঘন্টা ৪০ মিনিট আগে
৫ ঘন্টা ২ মিনিট আগে
৫ ঘন্টা ৩ মিনিট আগে
৫ ঘন্টা ১৪ মিনিট আগে
৫ ঘন্টা ৩৯ মিনিট আগে