রবিবার (৭ এপ্রিল) সকাল সাড়ে ৭ টার দিকে সুবিদখালী ডিগ্রি কলেজের সামনে মির্জাগঞ্জ-বেতাগী সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মালেক পার্শ্ববর্তী জেলা বরগুনার আমতলী উপজেলার কলা রং গ্রামের মৃত মাজেদ সিকদারের ছেলে। তিনি দীর্ঘদিন যাবত সুবিদখালী ডিগ্রি কলেজ পুকুরের পশ্চিম পাশে ভাড়া বাসায় থাকেন এবং মাহিন্দ্র গাড়ি চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনার সময় নিহত মালেক সুবিদখালী সরকারি ডিগ্রি কলেজের দক্ষিণ পাশে ব্রীজের ঢালে মাহিন্দ্র রেখে নিজ বাসায় যাচ্ছিলেন। এসময় কলেজ রোড ব্রীজের উপর থেকে একটি নসিমন বেপরোয়া গতিতে এসে তাকে পিছন দিক থেকে চাপা দেয় এবং নসিমনটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের পুকুরে উল্টে পড়ে। এতে তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।
এব্যাপারে মির্জাগঞ্জ থানার ওসি হাফিজুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
১ ঘন্টা ২৭ মিনিট আগে
১ ঘন্টা ২৮ মিনিট আগে
১ ঘন্টা ৩৪ মিনিট আগে
১ ঘন্টা ৪৪ মিনিট আগে
২ ঘন্টা ৪০ মিনিট আগে
২ ঘন্টা ৫৩ মিনিট আগে
২ ঘন্টা ৫৩ মিনিট আগে