বগুড়ার আদমদীঘিতে ৪৫পিস নেশার এ্যাম্পল ইনজেকশনসহ ঠান্ডু মিয়া (৫৪) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ফাঁড়ি পুলিশ। গত বুধবার (১২ মার্চ) বিকেলে উপজেলার সান্তাহার ফুসুওয়ালী মসজিদের পাশে জনৈক রাশেদের বাড়ির সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ঠান্ডু মিয়া আদমদীঘি উপজেলার সান্তাহার ইয়ার্ড কলোনী এলাকার মৃত আব্দুল রশিদের ছেলে।
পুলিশ জানায়, গত বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে আদমদীঘির সান্তাহার ইয়ার্ড কলোনী এলাকার ফুসুওয়ালী মসজিদের পাশে জনৈক রাশেদের বাড়ির সামনে মাদক বিক্রয় করা হচ্ছে। এমন গোপন সংবাদের ভিক্তিতে সান্তাহার ফাঁড়ি পুলিশ অভিযান চালিয়ে ৪৫পিস নেশা জাতীয় এ্যাম্পল ইনজেকশনসহ মাদক কারবারি ঠান্ডু মিয়াকে গ্রেপ্তার করেন।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান জানান, গ্রেপ্তারকৃত ঠান্ডু মিয়ার বিরুদ্ধে আদমদীঘি থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আজ বৃহস্পতিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
#
১ ঘন্টা ৪২ মিনিট আগে
১ ঘন্টা ৫৪ মিনিট আগে
১ ঘন্টা ৫৫ মিনিট আগে