সামাজিক যোগাযোগ মাধ্যম মেটার মেসেজিং সার্ভিস হোয়াটসঅ্যাপে কিছু ব্যবহারকারী ঢুকতে পারছেন। পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে মঙ্গলবার দুপুর থেকে হোয়াটসঅ্যাপের পরিষেবায় বিভ্রাট দেখা দেয়। এনডিটিভি এক প্রতিবেদনে জানায়, বিভ্রাট শনাক্তকরণ ওয়েবসাইট ডাউন ডিটেক্টর নিশ্চিত করেছে, ভারত, বাংলাদেশসহ আশপাশের দেশের হাজার হাজার ব্যবহারকারীর হোয়াটসঅ্যাপ ডাউন হয়ে আছে।
হোয়াটসঅ্যাপ নিয়ে সমস্যায় পড়ার তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন অনেকে। তারা বলছেন, মেসেজ পাঠানো যাচ্ছে না। অনেক ক্ষেত্রে কলও যাচ্ছে না।
আমিনুল মিঠু নামে এক ফেসবুক ব্যবহারকারী পোস্টে লিখিছেন, হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যাচ্ছে না কেন?
তাপস কুমার নামে আরেকজন লিখেছেন, হোয়াটসঅ্যাপ ডাউন।
হোয়াটসঅ্যাপের মূল প্রতিষ্ঠান মেটার এক মুখপাত্র গ্রাহকদের মেসেজ পাঠাতে সমস্যার মুখোমুখি হওয়ার তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘মেসেজ পাঠাতে গিয়ে অনেক হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী সমস্যায় পড়েছেন। যত দ্রুত সম্ভব সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে।’
৫ দিন ১৪ ঘন্টা ২১ মিনিট আগে
৮ দিন ২৩ ঘন্টা ৪৫ মিনিট আগে
১১ দিন ৭ ঘন্টা ১৯ মিনিট আগে
১৩ দিন ১৩ ঘন্টা ৪ মিনিট আগে
৩৩ দিন ১৮ ঘন্টা ৯ মিনিট আগে
৪৩ দিন ১৬ ঘন্টা ৪১ মিনিট আগে
৪৮ দিন ১৪ ঘন্টা ৪১ মিনিট আগে
৫৯ দিন ২২ ঘন্টা ০ মিনিট আগে