নীলফামারীর ঐতিহ্যবাহী শতবর্ষী বিদ্যাপীঠ 'ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়'-এর শতবর্ষ উদযাপনের আয়োজন প্রস্তুতি ও প্রাক্তন ছাত্রদের রেজিস্ট্রেশনের আহ্বান জানিয়ে সংবাদ সম্মেলন করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ।
সোমবার (২৯শে এপ্রিল) সকাল সাড়ে ১১টায় ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের উদ্দেশ্যে লিখিত বক্তব্য প্রদান করেন, ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রবিউল আলম।
লিখিত বক্তব্যের মাধ্যমে তিনি জানান, ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ অনুষ্ঠানের রেজিস্ট্রেশন সংক্রান্ত সকল কাজ শুরু হয়েছে। রেজিস্ট্রেশন ফি হিসেবে ১৯১৯ থেকে ২০১৫ সালের এসএসসি ব্যাচের ছাত্রদের জন্য এক হাজার টাকা, ২০১৬ থেকে ২০১৮ ব্যাচের ছাত্রদের জন্য ৭০০ টাকা এবং ২০১৯ থেকে বর্তমান সকল ব্যাচের ছাত্রদের জন্য ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
রেজিস্ট্রেশনের বিষয়ে প্রধান শিক্ষক বলেন, আপাতত ডোমার শহরের ৩টি বুথে সরাসরি এবং অনলাইনে ফর্ম পূরণ করে মোবাইল ব্যাংকিং ও ব্যাংক একাউন্টের মাধ্যমে রেজিস্ট্রেশন করা যাবে। এক্ষেত্রে, বুথগুলো হলো- কৃষি ব্যাংক সংলগ্ন 'গ্রাফিক্স জোন', সাহাপাড়া রোড স্থ 'স্পার্ক বি' ও উপজেলা মোড় স্থ 'ইয়াছিন মাল্টিমিডিয়া'।
তিনি আরও জানান, শতবর্ষ উদযাপনের জন্য পৃথক ব্যাংক একাউন্ট করা হয়েছে। যেখানে অর্থ প্রদানের মাধ্যমে রেজিস্ট্রেশন সম্পন্ন করা যাবে। ডাচ বাংলা ব্যাংক লিমিটেডের নীলফামারী শাখায় 'ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয় শতবর্ষ উদযাপন তহবিল' নামে একটি ব্যাংক একাউন্ট রয়েছে। যার নম্বর- ৩০২১২০০০০০৫৫২ ও রাউটিং নম্বর- ০৯০৭৩০৭৩৫। এছাড়া মোবাইল ব্যাংকিংয়ের বিকাশ ও নগদ একাউন্টের মাধ্যমে ০১৭১৭০৫৯৭৫৯ (পার্সোনাল) নম্বরে অর্থ প্রদান করে শতবর্ষ রেজিস্ট্রেশন সম্পন্ন করা যাবে।
উল্লেখ্য, ১৯১৯ সালে প্রতিষ্ঠিত হয়েছিল ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়। প্রতিষ্ঠানটির শতবর্ষ পূরণ হয়েছিল গত ২০১৯ সালে। তবে করোনা মহামারীর কারণে সেসময় উদযাপন করা সম্ভব না হওয়ায় কয়েক বছর বিলম্বে চলতি বছরের আসন্ন পবিত্র ঈদ-উল-আযহার ৩য় দিন শতবর্ষ উদযাপন করবেন বিদ্যালয়টির প্রাক্তন ও বর্তমান ছাত্ররা।
১০ ঘন্টা ৪৬ মিনিট আগে
১০ ঘন্টা ৪৭ মিনিট আগে
১১ ঘন্টা ৩১ মিনিট আগে
১১ ঘন্টা ৫২ মিনিট আগে
১১ ঘন্টা ৫৮ মিনিট আগে
১২ ঘন্টা ৭ মিনিট আগে
১২ ঘন্টা ৩৭ মিনিট আগে