লক্ষ্মীপুরের রায়পুরে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ এ উপজেলা পর্যায়ে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজ- শ্রেষ্ঠ কলেজ, শ্রেষ্ঠ অধ্যক্ষ, শ্রেষ্ঠ শিক্ষক (কলেজ) শ্রেষ্ঠ শিক্ষার্থী (স্কুল), শ্রেষ্ঠ শিক্ষার্থী (কলেজ), শ্রেষ্ঠ শিক্ষার্থী (প্রিন্সিপাল কাজী ফারুকী ইনস্টিটিউড অব সাইন্স এন্ড টেকনোলজি), শ্রেষ্ঠ রোভার শিক্ষার্থী, শ্রেষ্ঠ রোভার শিক্ষক ও শ্রেষ্ঠ রোভার গ্রুপ নির্বাচিত।
লক্ষ্মীপুরের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজে পড়ুয়া শিক্ষার্থীদের কৃতিত্ব - ইংরেজি বক্তব্য - ১ম স্থান- মৌমিতা সোহেলী খুশী, একাদশ শ্রেণি , কবিতা আবৃত্তি -- ১ম স্থান- ক) সুবাহ নুর, ১০ম শ্রেণি খ) মাসরুবা খাতুন, একাদশ শ্রেণি দেশাত্মবোধক গান- ১ম স্থান- মুশফিকা মারিয়াম, একাদশ শ্রেণি ,রবীন্দ্র সংগীত -- ১ম স্থান-- রোদেলা কর্মকার, একাদশ শ্রেণি, উচ্চাঙ্গসংগীত -- ১ম স্থান-- রোদেলা কর্মকার, একাদশ শ্রেণি, লোকনৃত্য -- ১ম স্থান- -স্মিতা চক্রবর্তী, ৯ম শ্রেণি ,তাৎক্ষণিক অভিনয়- ১ম স্থান- ক) নিলয় সাহা, ৯ম শ্রেণি খ) ইসরাত জাহান ইভা, একাদশ শ্রেণিৃ, বিতর্ক (একক)-- ১ম স্থান --ক) সূবাহ নূর, ১০ম শ্রেণি খ) জান্নাতুল নাঈম রুপা, একাদশ শ্রেণি, নির্ধারিত বক্তৃতা- ১ম স্থান- ক) আয়েশা আক্তার মাহি, ৮ম খ) সুবাহ নুর, ১০ম শ্রেণি, দেশাত্মবোধক গান-১ম স্থান- মুশফিকা মারিয়াম, একাদশ শ্রেণি, নজরুল সংগীত- ১ম স্থান- রোদেলা কর্মকার, একাদশ শ্রেণি, লোক সংগীত- ১ম স্থান- মুশফিকা মারিয়া, একাদশ শ্রেণি।
প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের সুযোগ্য অধ্যক্ষ মু. নুরুল আমিন বলেন, নিজেকে মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে চাইলে আত্মোপলব্ধি ও আত্মোন্নতির কোন বিকল্প নেই। নিয়মিত পাঠ্যক্রমিক অধ্যয়নের পাশাপাশি সহপাঠ্যক্রমিক কাজে অংশগ্রহণের মাধ্যমেই মেধা ও সৃজনশীলতার প্রকৃত বিকাশ ঘটাতে হবে। শিক্ষার্থীরা উপলব্ধি করতে পারবে জীবন ও জগতের বাস্তবিক স্বরূপ। প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজ ছাত্রছাত্রীদের মঙ্গলার্থে সবসময় ভবিষ্যতেও মেধাভিত্তিক সৃজনশীলতার চর্চা অব্যাহত থাকবে এবং রায়পুর উপজেলা প্রশাসন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, আমাদের ট্রাস্টি বোর্ড, স্কুল ও কলেজ পরিচালনা পর্ষদ, শিক্ষক- শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, অভিভাবকসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
১৫ ঘন্টা ৩৫ মিনিট আগে
১ দিন ৮ ঘন্টা ৪৪ মিনিট আগে
১ দিন ১১ ঘন্টা ৪৪ মিনিট আগে
১ দিন ১২ ঘন্টা ৫৮ মিনিট আগে
১ দিন ১৬ ঘন্টা ৪৪ মিনিট আগে
১ দিন ২০ ঘন্টা ৩ মিনিট আগে
১ দিন ২০ ঘন্টা ৩৬ মিনিট আগে
২ দিন ৭ ঘন্টা ১৯ মিনিট আগে