‘গালি’ নিয়ে দেশের আইনে কী আছে? আমেরিকান কনক্রিট ইন্সটিটিউটের পক্ষ থেকে শতাধিক পথশিশু ও দুস্থদের মাঝে ইফতার বিতরণ প্রশাসনের ঢিলেঢালা আচরণে দুষ্কৃতকারীরা আশকারা পাচ্ছে : রিজভী জবিসাসের ইফতারে এক ছাতার নিছে সব ছাত্র সংগঠন ডাঃ মকবুল হোসেন এতিমখানা ও নূরানী হাফিজিয়া মাদ্রাসায় ইফতার ও দোয়া মাহফিল লোহাগড়ায় নিহত বিএনপি,যুবদল,ছাত্রদল নেতাদের স্মরণে স্মরণসভা ও ইফতার মাহফিল অনিষ্ঠত কালিগঞ্জ নলতা যুবককে গলা কেটে হত্যাচেষ্টার মূল আসামিসহ দু’জন গ্রেফতার কোম্পানীগঞ্জ সিরাজপুর ইউনিয়নে জামায়াতে ইসলামী’র উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত দখলদারদের লোভের শিকারে খুলনা বিভাগের ৩৭টি নদী মৃতপ্রায় লাখো রোহিঙ্গার সঙ্গে ইফতারে জাতিসংঘ মহাসচিব আশাশুনিতে রোজা ও যাকাতের তাৎপর্য শীর্ষক সেমিনার অনুষ্ঠিত নাগেশ্বরীতে যায়দিনের ডিক্লারেশন বাতিলের প্রতিবাদে মানববন্ধন কমলগঞ্জে একতা সমাজ কল্যাণ পরিষদের ইফতার সামগ্রী পেয়ে খুশি শতাধিক পরিবার নাগরপুরে তামাক ক্ষেত থেকে ১ মহিলার মরদেহ উদ্ধার করেছে পুলিশ কেন্দ্রীয় ভাইস-চেয়ারম্যান নার্গিস বেগমকে ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন শার্শা উপজেলা বিএনপি কক্সবাজারে জলবায়ু উদ্বাস্তু পুনর্বাসন প্রকল্প পরিদর্শনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস লাখাইয়ে সাংবাদিক এমএ ওয়াহেদ এর মায়ের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক। জয়পুরহাটে অপ চিকিৎসায় পঙ্গুত্ববরণের অভিযোগে চিকিৎসকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন শাজাহানপুরে শারিরীক প্রতিবন্ধী মেয়ে ধর্ষণের স্বীকার পুতিন যুদ্ধবিরতি নিয়ে ‘ছলনা’ করছেন: জেলেনস্কি

চন্দনাইশে ভোটে চেয়ারম্যান জসীম, হ্যাট্রিক ভাইস চেয়ারম্যান ফারুকী ও ভোট ছাড়া খালেদা নির্বাচিত

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান হলেন জসীম উদ্দীন আহমেদ, ৩য় বারের মত ভাইস-চেয়ারম্যান হলেন মৌ. মো. সোলাইমান ফারুকী এবং মহিলা ভাইস-চেয়ারম্যান পদে খালেদা আক্তার চৌধুরী নির্বাচিত। 

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপের ভোট গ্রহণ যথাসময় ২৯ মে (বুধবার) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে সম্পন্ন হয়। এতে ৬৮টি ভোট কেন্দ্রে মোট ভোটার সংখ্যা হচ্ছে ১ লক্ষ ৯১ হাজার ৬০৭ জন। চেয়ারম্যান পদে প্রদত্ত ভোটারের সংখ্যা ৬১ হাজার ৯২১ জন এবং ভাইস চেয়ারম্যান পদে ৬১ হাজার ৬২১ জন। চেয়ারম্যান পদে বৈধ ভোটের সংখ্যা ৬০ হাজার ৭১২ জন এবং ভাইস চেয়ারম্যান পদে ৫৯ হাজার ৪৬২ জন। চেয়ারম্যান পদে বাতিলকৃত ভোটারের সংখ্যা ১ হাজার ২০৯ জন এবং ভাইস চেয়ারম্যান পদে ২ হাজার ১৫৯ জন। চেয়ারম্যান পদে ভোটারের হার ৩২.৩২ শতাংশ ও ভাইস চেয়ারম্যান ৩২.১৬ শতাংশ। বিষয়টি জানিয়েছেন সহকারি রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. রাকিবুজ্জামান (রেনু)। তার স্বাক্ষরিত চূড়ান্ত ফলাফল বিবরণীতে দেখা যায়, চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন ৪ জন প্রার্থী। তাদের মধ্যে আবু আহমেদ চৌধুরী (ঘোড়া) ২২ হাজার ৭৪টি, আরিফুল ইসলাম চৌধুরী (দোয়াত-কলম) ১৯৭টি, জসীম উদ্দীন আহমেদ (মোটর সাইকেল) ৩৮ হাজার ৩৯টি এবং আহম্মদ হোসেন (আনারস) ৪০২টি করে ভোট পেয়েছেন। জসীম উদ্দীন আহম্মেদ তার নিকটতম প্রতিদ্বন্ধী প্রার্থী আবু আহমেদ চৌধুরীর থেকে ১৫ হাজার ৯৬৫ ভোট বেশি পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। অপর দিকে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন ৩ জন প্রার্থী। তাদের মধ্যে মোহাম্মদ একরামুল হোসেন (তালা) ৬ হাজার ৫৩০টি, মৌ. মো. সোলাইমান ( বৈদ্যুতিক বাল্ব) ৪৪ হাজার ৭১৩ টি এবং রুপম দেব (উড়োজাহাজ) ৮ হাজার ২১৯টি ভোট পেয়েছেন। মৌ. মো. সোলাইমান তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী রুপম দেব থেকে ৩৫ হাজার ৭৯৪ ভোট বেশি পেয়ে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। অপরদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে এক প্রার্থী হওয়ায় ভোট ছাড়া বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন খালেদা আক্তার চৌধুরী।

তথ্য সূত্রে জানা যায়, নির্বাচনকে গ্রহণ যোগ্য করতে এবং যে কোন ধরনের বিশৃঙ্খলা প্রতিরোধে চন্দনাইশের ২টি পৌরসভা ও ৮টি ইউনিয়নে একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ১৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রট, ৬ প্লাটুন বিজিবি, ২ প্লাটুন র‌্যাব এবং প্রয়োজনীয় সংখ্যক পুলিশ ও আনসার এবং স্ট্রাইকিং ফোর্স নিয়োজিত ছিলেন। এত কড়াকড়ির মধ্যে বিচ্ছিন্ন কিছু ঘটনার মধ্য দিয়ে উপজেলা নির্বাচন সম্পন্ন হয়। এসময় কাউন্সিলরসহ আটক করা হয়েছে ৫ জন এবং আহত হয়েছে ৩ জন। দোহাজারী জামিজুরী ফাজিল মাদ্রাসা কেন্দ্রের বাহিরে বিরোধী প্রতিদ্বন্দ্বী প্রার্থীর দুই কর্মী চাঁন মিয়ার ছেলে মো. আবুল হোসেন এবং আহমদ শফিকের ছেলে মো. জিয়াউর রহমান (৩০)-কে পিটিয়ে গুরুতর জখম করে। তাৎক্ষণিকভাবে গুরুতর আহত ব্যক্তিদেরকে উদ্ধার করে দোহাজারী  হাসপাতালে ভর্তি করান। এর মধ্যে গুরুতর আহত আবুল হোসেনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। কেন্দ্রে গোলযোগ সৃষ্টির কারণে হাছনদন্ডী উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে দোহাজারী পৌরসভা ৪ নং ওয়াার্ডের কাউন্সিলর পহর উদ্দিনসহ কয়েকটি কেন্দ্র থেকে পরাজিত প্রার্থীর আরো বহিরাগত চারজনকে পুলিশ আটক করলেও ভোট শেষে তাদেরকে ছেড়ে দেয়া হয়। অন্যদিকে একই সময়ে চন্দনাইশ পৌরসভার মেয়র মাহাবুবুল আলম খোকার বাড়িতে হামলার অভিযোগ পাওয়া যায়। ভোট চলাকালীন বরমা ত্রাহি মেনকা স্কুল কেন্দ্রে বিজয়ী প্রার্থী সমর্থকের উপর হামলা চালালে একজন আহত হয়। এসময় পরাজিত প্রার্থীর নেতা-কর্মীরা প্রশাসনের পক্ষপাত মূলক আচরণের অভিযোগ করেন। তারা আরোও বলেন, চন্দনাইশ উপজেলা আ’লীগ করলে তাদের নেতা-কর্মীকে সম্মান নিয়ে মরতে না দিতে বিরোধী শক্তির চক্রান্তের শিকার হচ্ছেন তারা। অপরদিকে বিজয়ী প্রার্থীর নেতা-কর্মীরা পাল্টা জবাবে বলেন, যারা এতদিন দলের পরিচয়ে প্রশাসনকে ভয় দেখিয়ে কেন্দ্র দখল করে ভোট নিয়েছিল। তারা এখন এই সুযোগ না পাওয়ায় হাস্যকর পক্ষপাত মূলক আচরণের মিথ্যা অভিযোগ করছেন।


Tag
আরও খবর