চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার নব নির্বাচিত চেয়ারম্যান জসীম উদ্দীন আহমেদ চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের হলরুম থেকে শপথ গ্রহণ শেষে নিজ এলাকায় ফিরে আসার পথে বিশাল এক মটর গাড়ির শোডাউন হয়েছে। বুধবার (১২ জুন) বিকেলে সড়ক পথে পটিয়ার মোজাফফরাবাদ এলাকা থেকে শুরু হয়ে চন্দনাইশের গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এই শোডাউন। এর আগে মোজাফ্ফরাবাদ এলাকায় এসে পৌঁছলে শত শত নেতা-কর্মীসহ বিভিন্ন শ্রেণীর ও পেশার মানুষ তাঁকে ফুলেল সংবর্ধনা জানান। এ সময় ফুলে ফুলে চেয়ারম্যান জসিম উদ্দীন আহমেদ, পুরুষ ভাইস চেয়ারম্যান মৌ. মো. সোলাইমান ফারুকী ও মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আক্তার চৌধুরীকে হৃদয় নিংড়ানো ভালোবাসায় সিক্ত করেন তারা। এর পূর্বে পুরো চন্দনাইশ উপজেলার বিভিন্ন এলাকা থেকে থেকে শত শত মোটরসাইকেল সহ গাড়ির বহর নিয়ে উপজেলার প্রবেশ মুখে জসীম উদ্দীন আহমেদকে বরণ করতে ও সম্মান প্রদর্শনের মাধ্যমে কৃতজ্ঞতা জানাতে কয়েক হাজার সমর্থক জড়ো হন। পরে তিনি সমবেত জনতার সামনে গাড়ি থেকে নেমে এসে দাঁড়ান ও কোলাকুলি করে ভালোবাসা বিনিময় করেন। গাড়ি থেকে হাত নেড়ে চারপাশের মানুষের সাথে আনন্দ উৎযাপন করতে দেখা যায়।
৫২ মিনিট আগে
১ ঘন্টা ১৬ মিনিট আগে
১ ঘন্টা ১৬ মিনিট আগে
১ ঘন্টা ২৭ মিনিট আগে
১ ঘন্টা ৫৩ মিনিট আগে
১ ঘন্টা ৫৩ মিনিট আগে
২ ঘন্টা ২১ মিনিট আগে