আদমদীঘিতে নির্বাচন অফিসের মানববন্ধন ও অবস্থান কর্মসূচি কুবিতে আছিয়ার ধর্ষকদের অতিদ্রুত বিচারের দাবিতে মৌন মিছিল থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সভাপতি ইমতিয়াজ, সম্পাদক তন্ময় আদমদীঘিতে বিস্কুটের প্যাকেটের ভিতর হেরোইন, বাসযাত্রী গ্রেপ্তার শুক্রবার একই ফ্লাইটে কক্সবাজার যাচ্ছেন ড. ইউনূস ও গুতেরেস আছিয়ার দাফন সম্পন্ন, ধর্ষকের বাড়িতে বিক্ষুব্ধ জনতার আগুন নন্দীগ্রামে পৌর জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত সুন্দরবন থেকে চোরাই কাঠসহ কোস্টগার্ডের হাতে আটক ১০ লতিফিয়া সংগঠন মীরের গাঁও এর উদ্যোগে এবং প্রবাসীর অর্থ প্রদান ও ইফতার সম্পূর্ণ পীরগাছায় বেসরকারি মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির কার্যালয় উদ্বোধন ও ইফতার মাহফিল কুবি তরুণ কলাম লেখক ফোরামের দোয়া ও ইফতার সম্পন্ন প্রাচীন মহকুমা শহর রামগড়ের মর্যাদা পুনরুদ্ধার ও উন্নয়ন ভাবনা শীর্ষক মতবিনিময় রামগড়ে বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত শ্রীমঙ্গলে হামিদী ভবন কুরআন প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত শান্তিগঞ্জে এনআইডি সেবা ইসির অধীনে রাখার দাবিতে মানববন্ধন কুবি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত চট্টগ্রামের দোহাজারীতে মহাসড়কে প্রাণ হারাল দুই শিক্ষার্থী সহ এক রিকশা চালক। নির্বাচন কমিশনের অধিনেএনআইডি সেবা রাখার দাবিতে দোয়ারাবাজারে কর্মবিরতি পাঁচবিবিতে সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার যুবককে জোরপূর্বক বিয়ে করতে চেতনানাশক খাওয়ালেন যুবতী

আদর্শ মুসলিম নারী গড়ে তুলতে আল হুমাইরা (রা) মহিলা ফাজিল (ডিগ্রী) মাদরাসা

মোহাম্মদ ইমাদ উদ্দীন ( Contributor )

প্রকাশের সময়: 19-06-2024 10:41:28 am



                    মোহাম্মদ ইমাদ উদ্দীন 

 সমাজে পিছিয়ে পড়া নারী সমাজকে সুশিক্ষায় শিক্ষিত ও সুনাগরিক হিসেবে গড়ে তোলা এবং কুরআন ও সহীহ হাদীসভিত্তিক আলোকিত জীবন গড়ার দৃঢ় প্রত্যয় লক্ষ্যে ২০০০ সালে সমাজসেবক আলহাজ্ব শামসুল হক তার নিজস্ব  প্রায় ৩০ (ত্রিশ) শতাংশের জায়গার উপর আল-হুমাইরা (রা.) মহিলা ফাজিল (ডিগ্রি) মাদরাসা প্রতিষ্ঠা করেন।  
এই দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানটি দাখিলের পাঠদানের অনুমতিপ্রাপ্ত হয় ২০০৫ সালে।  বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের স্বীকৃতি লাভ করে ২০১৯ সালে। ২০০৯ সালে বিজ্ঞানের মঞ্জুরী লাভ করে। অত্র মাদরাসার EIIN (Education Institute Identification Number)  হচ্ছে ১০৪২৩৪। আর মাদরাসার  কোড নং হচ্ছে ২০৩৭০।
 অত্র মাদরাসায় এবতেদায়ী প্রথম শ্রেণি থেকে আলিম দ্বাদশ শ্রেণি পর্যন্ত পাঠদান করা হয়। বর্তমানে অত্র মাদরাসার শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৮০০ জন। একজন ছাত্রীকে প্রকৃত যোগ্যতাসম্পন্ন করে গড়ে তুলতে প্রয়োজন নিয়মিত ও সার্বক্ষণিক তত্ত্বাবধান। এজন্য  রয়েছে এক মনোরম আবাসিক ব্যবস্থাপনা। তথ্য প্রযুক্তিতে এগিয়ে নেয়ার জন্য অত্র প্রতিষ্ঠানের রয়েছে মানসম্মত একটি কম্পিউটার ল্যাব ও মাল্টিমিডিয়া ক্লাসরুম। অত্র মাদরাসায় রয়েছে  একটি সমৃদ্ধ বিজ্ঞানাগার। বিজ্ঞান বিভাগের ছাত্রীরা এতে ব্যবহারিক ক্লাস করে এবং গবেষণা করে বিভিন্ন জিনিস আবিষ্কার করে। সুষ্ঠু ও ইসলামী ধারা সাংস্কৃতি চর্চায় "আল হুমাইরা শিল্পীগোষ্ঠী" প্রতিষ্ঠা করা হয়।
আল-হুমাইরা (রা.) মহিলা ফাজিল (ডিগ্রি) মাদরাসা প্রতিষ্ঠাকালীন থেকে সবার নজর কাড়তে সক্ষম হয়েছে। ২০২৩ সাল ও ২০২৪ সালে  জাতীয় শিক্ষা সপ্তাহে চট্টগ্রামের চান্দগাঁও থানা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে ও পুরস্কার গ্রহণ করে। মাদরাসা প্রতিষ্ঠার শুরু থেকে বিভিন্ন পাবলিক পরীক্ষায় শতভাগ পাশ এবং  ঈর্ষণীয় সাফল্য লাভের মাধ্যমে  থানা, জেলা ও জাতীয় পর্যায়ে সুনাম অর্জন করে। একইসাথে অত্র মাদরাসার শিক্ষার্থীরা দেশের শীর্ষস্থানীয় পাবলিক বিশ্ববিদ্যালয়, মেডিকেল অসংখ্য  কৃতিত্বের স্বাক্ষর রাখার পাশাপাশি বিশ্বের বিভিন্ন স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ নিয়ে লেখাপড়া করছেন।
অত্র  মাদরাসায় প্রতিষ্ঠালগ্ন থেকে বর্তমান পর্যন্ত অধ্যক্ষ পদে দায়িত্ব পালন করে আসছেন - ১। মাওলানা ওমর ফারুক, ২। মাওলানা সাই‌য়েদ নুর আল আযহা‌রি, ৩। মাওলানা নুরু‌দ্দোজা, ৪। মাওলানা র‌বিউল আহসান, ৫ । মাওলানা ফররুখ আহমদ (বর্তমান)
ইসলামী শিক্ষা ও আধুনিক তথ্য প্রযু্ক্তি ভিত্তিক গুনগত শিক্ষা বাস্তবায়ন বদ্ধ পরিকর। আদর্শ জাতিগঠনের জন্য প্রয়োজন একজন ‘আদর্শ মা’। তাই দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আল-হুমাইরা (রা.) মহিলা ফাজিল (ডিগ্রি) মাদরাসা কুরআন ও সুন্নাহর পারদর্শী যোগ্য আলিমা ও আদর্শ মুসলিম নারী গড়ে তোলার জন্য  অগ্রণী ভূমিকা পালন করে আসছে। একইসাথে  এই মাদরাসার সাথে সংশ্লিষ্ট দক্ষ  শিক্ষকমন্ডলী, গভর্ণিংবডি ও শিক্ষানুরাগী ব্যাক্তিবর্গ তাদের দায়িত্ব যথাযথভাবে পালন এবং অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে স্বল্প সময়ে সফল ও আদর্শ  দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন এবং  মাদরাসাটির সুনাম অক্ষুন্ন রেখে যাচ্ছেন। যা বর্তমানে  আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের  চেয়ারম্যান প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দীনের তত্ত্বাবধানে মাদ্রাসাটি পরিচালিত হয়ে আসছে। তিনি অত্র মাদরাসার গভর্ণিংবডি সভাপতি পদে দায়িত্ব পালন করছেন। 
 আল-হুমাইরা (রা.) মহিলা ফাজিল (ডিগ্রি) মাদরাসা দ্বীনি ও আধুনিক শিক্ষা অর্জনের একটি চমৎকার ও উপযুক্ত স্থান। সেই হিসেবে অত্র মাদরাসাটি উচ্চতর শিক্ষা ফাজিলের অনুমোদন  এবং কামিল (এমএ) এ উন্নতি করা সময়ের দাবী।



লেখক : কলামিস্ট। 
সদস্য, চট্টগ্রাম ইতিহাস চর্চা কেন্দ্র। 
যুগ্মসচিব , বাংলাদেশ মুসলমান ইতিহাস সমিতি।