"রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সংশোধিত উন্নয়ন প্রকল্পের আওতায় প্রথম দুটো বিল্ডিং এর ভিত্তিপ্রস্তর স্থাপন।" বিছানায় মল ত্যাগ করার ঘটনায় মাদকাসক্ত বাবার হাতে ছেলে খুন গাজীপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের নতুন কমিটি ঘোষণা নাগেশ্বরী পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ হোসেন ফাকু গ্রেফতার লেক্সাস গার্ডেনে বানিয়াচং মডেল প্রেসক্লাবের ৪র্থ বার্ষিক আনন্দ ভ্রমণ ঈদে নতুন নোট কবে থেকে পাওয়া যাবে, মিলবে ব্যাংকের যেসব শাখায় অন্তর্বর্তী সরকারের কারও নামে কোন স্থাপনা হবে না: ওয়াহিদউদ্দিন শেখ হাসিনা আন্তর্জাতিক মানের খুনি: সালাউদ্দিন আহমেদ ৬২ শতাংশ ভারতীয় শেখ হাসিনাকে তাড়িয়ে দিতে চান লামায় ২৬ রাবার শ্রমিককে অপহরণ ঢাকা থেকে ফুলবাড়ী এসেও গ্রেফতার এড়াতে পারলেন না কেন্দ্রীয় আওয়ামী লীগ নেত্রী দোলনা আক্তার পরিকল্পিতভাবে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যে মামলা ধর্মপাশা অপারেশন ডেভিল হান্টে যুবলীগ নেতা গ্রেফতার দিনাজপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত পুনর্গঠনের জন্য গাজার 'দখল' নিতে পারে যুক্তরাষ্ট্র: প্রতিবাদ জবি শিক্ষার্থীদের আধুনিক রাষ্ট্রে সবার মাঝে জ্ঞান-বিজ্ঞানের পাশাপাশি ইসলামের শান্তির বার্তা পৌঁছিয়ে দিতে হবে : জবি উপাচার্য নাচ গান কবিতায় জবিতে বসন্ত বরণ শহীদ সাজিদের স্মরণে জবিতে ছাত্র অধিকার পরিষদের ক্রিকেট টুর্নামেন্ট নড়িয়ার মিনি চিড়িয়াখানায় অবৈধভাবে রাখা ৩১টি বিভিন্ন বন্যপ্রাণী উদ্ধার ও অবমুক্ত আশাশুনি প্রেসক্লাবের প্রয়াত সাংবাদিকদের স্মরণে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠান

আদর্শ মুসলিম নারী গড়ে তুলতে আল হুমাইরা (রা) মহিলা ফাজিল (ডিগ্রী) মাদরাসা

মোহাম্মদ ইমাদ উদ্দীন ( Contributor )

প্রকাশের সময়: 19-06-2024 10:41:28 am



                    মোহাম্মদ ইমাদ উদ্দীন 

 সমাজে পিছিয়ে পড়া নারী সমাজকে সুশিক্ষায় শিক্ষিত ও সুনাগরিক হিসেবে গড়ে তোলা এবং কুরআন ও সহীহ হাদীসভিত্তিক আলোকিত জীবন গড়ার দৃঢ় প্রত্যয় লক্ষ্যে ২০০০ সালে সমাজসেবক আলহাজ্ব শামসুল হক তার নিজস্ব  প্রায় ৩০ (ত্রিশ) শতাংশের জায়গার উপর আল-হুমাইরা (রা.) মহিলা ফাজিল (ডিগ্রি) মাদরাসা প্রতিষ্ঠা করেন।  
এই দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানটি দাখিলের পাঠদানের অনুমতিপ্রাপ্ত হয় ২০০৫ সালে।  বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের স্বীকৃতি লাভ করে ২০১৯ সালে। ২০০৯ সালে বিজ্ঞানের মঞ্জুরী লাভ করে। অত্র মাদরাসার EIIN (Education Institute Identification Number)  হচ্ছে ১০৪২৩৪। আর মাদরাসার  কোড নং হচ্ছে ২০৩৭০।
 অত্র মাদরাসায় এবতেদায়ী প্রথম শ্রেণি থেকে আলিম দ্বাদশ শ্রেণি পর্যন্ত পাঠদান করা হয়। বর্তমানে অত্র মাদরাসার শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৮০০ জন। একজন ছাত্রীকে প্রকৃত যোগ্যতাসম্পন্ন করে গড়ে তুলতে প্রয়োজন নিয়মিত ও সার্বক্ষণিক তত্ত্বাবধান। এজন্য  রয়েছে এক মনোরম আবাসিক ব্যবস্থাপনা। তথ্য প্রযুক্তিতে এগিয়ে নেয়ার জন্য অত্র প্রতিষ্ঠানের রয়েছে মানসম্মত একটি কম্পিউটার ল্যাব ও মাল্টিমিডিয়া ক্লাসরুম। অত্র মাদরাসায় রয়েছে  একটি সমৃদ্ধ বিজ্ঞানাগার। বিজ্ঞান বিভাগের ছাত্রীরা এতে ব্যবহারিক ক্লাস করে এবং গবেষণা করে বিভিন্ন জিনিস আবিষ্কার করে। সুষ্ঠু ও ইসলামী ধারা সাংস্কৃতি চর্চায় "আল হুমাইরা শিল্পীগোষ্ঠী" প্রতিষ্ঠা করা হয়।
আল-হুমাইরা (রা.) মহিলা ফাজিল (ডিগ্রি) মাদরাসা প্রতিষ্ঠাকালীন থেকে সবার নজর কাড়তে সক্ষম হয়েছে। ২০২৩ সাল ও ২০২৪ সালে  জাতীয় শিক্ষা সপ্তাহে চট্টগ্রামের চান্দগাঁও থানা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে ও পুরস্কার গ্রহণ করে। মাদরাসা প্রতিষ্ঠার শুরু থেকে বিভিন্ন পাবলিক পরীক্ষায় শতভাগ পাশ এবং  ঈর্ষণীয় সাফল্য লাভের মাধ্যমে  থানা, জেলা ও জাতীয় পর্যায়ে সুনাম অর্জন করে। একইসাথে অত্র মাদরাসার শিক্ষার্থীরা দেশের শীর্ষস্থানীয় পাবলিক বিশ্ববিদ্যালয়, মেডিকেল অসংখ্য  কৃতিত্বের স্বাক্ষর রাখার পাশাপাশি বিশ্বের বিভিন্ন স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ নিয়ে লেখাপড়া করছেন।
অত্র  মাদরাসায় প্রতিষ্ঠালগ্ন থেকে বর্তমান পর্যন্ত অধ্যক্ষ পদে দায়িত্ব পালন করে আসছেন - ১। মাওলানা ওমর ফারুক, ২। মাওলানা সাই‌য়েদ নুর আল আযহা‌রি, ৩। মাওলানা নুরু‌দ্দোজা, ৪। মাওলানা র‌বিউল আহসান, ৫ । মাওলানা ফররুখ আহমদ (বর্তমান)
ইসলামী শিক্ষা ও আধুনিক তথ্য প্রযু্ক্তি ভিত্তিক গুনগত শিক্ষা বাস্তবায়ন বদ্ধ পরিকর। আদর্শ জাতিগঠনের জন্য প্রয়োজন একজন ‘আদর্শ মা’। তাই দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আল-হুমাইরা (রা.) মহিলা ফাজিল (ডিগ্রি) মাদরাসা কুরআন ও সুন্নাহর পারদর্শী যোগ্য আলিমা ও আদর্শ মুসলিম নারী গড়ে তোলার জন্য  অগ্রণী ভূমিকা পালন করে আসছে। একইসাথে  এই মাদরাসার সাথে সংশ্লিষ্ট দক্ষ  শিক্ষকমন্ডলী, গভর্ণিংবডি ও শিক্ষানুরাগী ব্যাক্তিবর্গ তাদের দায়িত্ব যথাযথভাবে পালন এবং অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে স্বল্প সময়ে সফল ও আদর্শ  দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন এবং  মাদরাসাটির সুনাম অক্ষুন্ন রেখে যাচ্ছেন। যা বর্তমানে  আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের  চেয়ারম্যান প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দীনের তত্ত্বাবধানে মাদ্রাসাটি পরিচালিত হয়ে আসছে। তিনি অত্র মাদরাসার গভর্ণিংবডি সভাপতি পদে দায়িত্ব পালন করছেন। 
 আল-হুমাইরা (রা.) মহিলা ফাজিল (ডিগ্রি) মাদরাসা দ্বীনি ও আধুনিক শিক্ষা অর্জনের একটি চমৎকার ও উপযুক্ত স্থান। সেই হিসেবে অত্র মাদরাসাটি উচ্চতর শিক্ষা ফাজিলের অনুমোদন  এবং কামিল (এমএ) এ উন্নতি করা সময়ের দাবী।



লেখক : কলামিস্ট। 
সদস্য, চট্টগ্রাম ইতিহাস চর্চা কেন্দ্র। 
যুগ্মসচিব , বাংলাদেশ মুসলমান ইতিহাস সমিতি।
আরও খবর

deshchitro-67a080748815a-030225023812.webp
Ensuring Justice and Fairness: The Role of Equity and Trust in Bangladesh’s Legal System

১৩ দিন ২০ ঘন্টা ১৪ মিনিট আগে


deshchitro-67a067f1898ba-030225125337.webp
Interpretation of the laws of Equity and Trust in Bangladesh: Principles, rules and case studies

১৩ দিন ২১ ঘন্টা ৫৯ মিনিট আগে


679d0ee8cdcd7-310125115656.webp
Interpretation of the laws of Equity and Trust in Bangladesh

১৭ দিন ৮ ঘন্টা ৩৩ মিনিট আগে


deshchitro-679a27c11aebb-290125070609.webp
Important Maxims, Presumptions and Rules regarding Interpretation of Statutes

১৮ দিন ১৫ ঘন্টা ৪৬ মিনিট আগে


deshchitro-6798c55f70965-280125055407.webp
Principles of Interpretation under the Contract Law

১৯ দিন ১৬ ঘন্টা ৫৯ মিনিট আগে


deshchitro-6792674f68f7e-230125095911.webp
A Study on the Principles of Interpretation under the Contract Law of Bangladesh

২৪ দিন ১২ ঘন্টা ৫৩ মিনিট আগে