নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় আশ্রয়ণ প্রকল্পের ঘর নিয়ে নিজে না থেকে অন্যজনের কাছে বিক্রির অভিযোগ উঠেছে। এ ছাড়া প্রয়োজন না থাকলেও ঘর বরাদ্দ নিয়ে না থাকায় পরিত্যক্ত অবস্থায় রয়েছে ঘরগুলো।
সরেজমিন গিয়ে দেখা যায় উপজেলার নিতাই ইউনিয়নের কালুরঘাট নতুন বাজার সংলগ্ন আশ্রয়ণ-২ প্রকল্পের ঘরে যার থাকা কথা সে নেই, অন্য ব্যক্তি বসবাস করছেন।
একটি সূত্রে জানা যায়,কালুরঘাট নতুন বাজার সংলগ্ন এলাকায় আশ্রয়ণের ১২ টি ঘর নির্মান করা হয়েছে। যাহার ০৯ নং ঘরটি বরাদ্দ পেয়েছিলেন নিতাই ডাঙাপাড়ার স্থায়ী বাসিন্দা শহিদুল ইসলাম। তবে তিনি সচ্ছল ও নিজস্ব জমি-বসতবাড়ি থাকায় আশ্রয়ণের বাড়িটিতে কিছুদিন থাকেন। কিন্তু কয়েক দিন আগে একই এলাকার মৃত ছেছুরু মামুদের ছেলে মোস্তফার কাছে সকল ডকুমেন্টসসহ ৬০ হাজার টাকায় বিক্রি করে দেন। এবিষয়ে কিশোরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মহিন খান এলিস এর সাথে কথা হলে তিনি উপজেলা নির্বাহী অফিসার এর কথা বলতে বলেন। এব্যাপারে কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এম এম আশিক রেজার মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেনি।
৪ ঘন্টা ৩৪ মিনিট আগে
৪ ঘন্টা ৩৪ মিনিট আগে
৪ ঘন্টা ৫৭ মিনিট আগে
৪ ঘন্টা ৫৭ মিনিট আগে
৫ ঘন্টা ৮ মিনিট আগে
৫ ঘন্টা ৩৪ মিনিট আগে