ঢাকার ঐতিহ্যবাহী সরকারি তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির বার্ষিক সাধারণ সভা এজিএম অনুষ্ঠিত হয়েছে গত ২৯শে জুন সকাল ১০ টায় কলেজের অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয় ।
সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন নিশাত ও সভাপতি তাওসিফ মাইমুনের নেতৃত্বে এই সভা অনুষ্ঠিত হয় ,এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ ফেরদৌস আরা বেগম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও আরটিভির বার্তা সম্পাদক আখতার হোসেন ।
তিনি বলেন প্রতিষ্ঠাকালীন সময় থেকে সব সময় সততা ও ন্যায়ের সাথে তিতুমীর কলেজ সাংবাদিক সমিতি এগিয়ে চলেছে কোনো অন্যায়ের প্রতিবাদ হলে সব সময় সাংবাদিক সমিতি এগিয়ে এসেছে এ পেশার দেশ ও জাতির কল্যাণে কাজ করা যায় পরবর্তীতে কলেজটির অধ্যক্ষ ফেরদৌস আরা বেগম বলেন তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির যে বিশ্বাস রেখে কলেজের সুনাম অর্জন করে চলেছে তাই আমরা চাই সর্বনিষ্ঠ সত্য তথ্য তুলে ধরে যেন নিউজ হয় এতে ভুল থেকে শিক্ষাগ্রহন করে সামনে এগিয়ে যাওয়ার পথ সহজ হবে ।
গত এক বছরে বার্ষিক এ সভায় তহবিলের আয় ব্যায় হিসাব তুলে ধরে সংগঠনটির অর্থ সম্পাদক মোহাম্মদ রায়হান ও সাংগঠনিক সম্পাদক শাহাদুজ্জামান সাকিব। সভায় বিভিন্ন মতামত ও আলোচনা পরামর্শ ও গঠনমূলক আলোচনা সমালোচনা হয় এতে বিভিন্ন মতামত প্রকাশ করেন সংগঠনটি সদস্যরা।
শিক্ষাবিদ ও নাট্যকার বাংলা বিভাগের অধ্যাপক রতন সিদ্দিকী বলেন সাংবাদিক সমিতি কোনো অঙ্গসংগঠন না এটি একটি (সমিতি )
কাজেই এর গুরুত্ব তিতুমীর কলেজের অন্যান্য সংগঠন থেকে সম্পূর্ণ ভিন্ন এবং আলাদা ।
সতিকসাসের বার্ষিক এ কর্মসভায় উপদেষ্টা ও অন্যান্য বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের উপ অধ্যক্ষ অধ্যাপক মোঃ মহিউদ্দিন শিক্ষক সম্পাদক অধ্যাপক ফয়জুর রহমান ,রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার ও বাংলাদেশ এশিয়ান টেলিভিশনের যুগ্ম- বার্তা সম্পাদক মাহবুব জুয়েল ও সতিকসাসের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক ফয়েজ রেজা ,চ্যানেল টোয়েন্টি ফোরের সিনিয়র রিপোর্টার শাহরিয়ার আরিফ ও তিতুমীর কলেজ ছাত্রলীগের সভাপতি রিপন মিয়া সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ।
১০ ঘন্টা ৩৬ মিনিট আগে
১৬ ঘন্টা ৩৮ মিনিট আগে
২০ ঘন্টা ১০ মিনিট আগে
২০ ঘন্টা ১০ মিনিট আগে
২০ ঘন্টা ৪৩ মিনিট আগে
২২ ঘন্টা ০ মিনিট আগে
১ দিন ১২ ঘন্টা ৭ মিনিট আগে
১ দিন ২০ ঘন্টা ৪৯ মিনিট আগে