পিএসসির প্রশ্ন ফঁাসে জড়িত পিসএসসির উপ পরিচালক মো. আবু জাফরের গ্রামে বাড়ি পটুয়াখালীর গলাচিপা উপজেলার কলাগাছিয়া গ্রামে। গ্রামের লোকজন তাকে পিসসির একজন প্রভাবশালী অফিসার বলে জানতো। এ রিপোর্ট সংগ্রহের জন্য তার গ্রামের বাড়িতে গেলে জাফর প্রভাবশালী হওয়ায় ভয়ে কেউ মুখ খুলতে সাহস করে না। সংবাদকর্মীদের দেখে যে যার মতো মাঠে কাজ করতে চলে যায়।
পিএসসির প্রশ্ন ফঁাসের কথা এলাকার সবারই জানতে পেরেছে। কলাগাছিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আবু জাফর গ্রামের বাড়িতে খুব কম যাতায়েত করতেন। তাই তার সম্পর্কে এলাকাবাসী খুব বেশি জানতেন না। প্রশ্ন ফঁাসের ঘটনা এলকায় জানাজানি হলে এলাকাবাসী অবাক হয়ে যায়।
জাফরের শ্বশুরের ঘর ও নিজের ঘর তালাবদ্ধ পাওয়া যায়। জাফর তার গ্রামের বাড়িতে ৩৯ শতাংশ জমিতে একটি ডুপ্লেক্স বাড়ি নির্মাণাধীন রয়েছে। এছাড়া বাড়ির পাশে একটি হাফেজিয়া মাদ্রাসা থাকরেও তা গত কয়েক মাসে বন্ধ করে সেখানে এখন নূরানী শিক্ষা দেওয়া হচ্ছে। অপরদিকে শ্বশুড়বাড়িতে মসজিদে মাঝে মধ্যে দান করতেন তবে শ্বশুড়বাড়ি কল্যালকলস এলাকায় তেমন কিছুই করেননি। দুই শ্যালকের মধ্যে একজন ইটালী প্রবাসী অপরজন বরিশাল চাকরীরত রয়েছেন। নিজে প্রভাবশালী হলেও আত্মীয় স্বজন ছাড়া এলাকার তেমন কাউকে চাকরি দেননি বলে দাবি করেছেন এলাকাবাসী। আপন ভাইয়ের তিন ছেলেকে চাকরি দেন এ কর্মকর্তা। বৃহস্পতিবার দুপুরে তার গ্রামের বাড়ি ও শ্বশুর বাড়িতে সরেজমিনে এলাকার বিভিন্ন ব্যক্তির সাথে কথা বলে এসব তথ্য জানা গেছে।
কলাগাছিয়া গ্রামের মো. বরকত খান বলেন, আমরা তাকে ভদ্রলোক হিসেবেই জানতাম। সে এমন কাজের সাথে যুক্ত তা আমরা জানতাম না। আমাদের ইউনিয়নে তার বাবার বেশ সম্পত্তি ছিলো। কিন্তু নদী ভাংগনে তা শেষ হয়ে গেছে। ছোটবেলা থেকে আবু জাফর খুলনা পড়াশোনা করেছে। এখন ঢাকাতে চাকরি করেন। আবু জাফরের বাবার নাম তোফাজ্জেল হোসেন মিয়া। তিন ভাইয়ের মধ্যে সে সবার ছোট।
কল্যাণকলস গ্রামের আবু জাফরের শ্বশুর সালাম সিকদারের প্রতিবেশী মনির ফকির ও আলতাফ ফকির বলেন, গত প্রায় দেড় বছর আগে সে শ্বশুর বাড়ি আইছিলো। গাড়ি লইয়া আয়। বড়লোক বাড়ির জামাই কহন আয় কহন যায় আমরা কইতেও পারি না। সে ঢাকায় খুব ভালো আছে হেইয়া জানতাম। হুনছি বড় মন্ত্রণালয়ে চাকরি করে। অনেক মাইষ্যেরে চাকরি দেয়। আমাগো এলাকায় কেউরে দেয় নাই। হে সালাম সিকদারের মাইয়া শিরিনারে বিয়া করছে। শিরিনার দুইডা পোলাও আছে। একই এলাকার কৃষক মোকছেদুল বলেন, সালাম কিদারের তিন সন্তান। দুই পোলা এক মাইয়া। মাইয়ার জামাই জাফর। আর শ্যালক নুরুল আমিন সিকদার বরিশাল চাকরি করে। আর জিয়া সিকদার অনেক বছর ধরে ইটালী থাহে। বাড়িতে বুড়া মা (শ্বাশুড়ি) থাহে। কিন্তু হেরা বাড়ি নাই। পটুয়াখালী জেলায় ডাক্তার দেখাবে বলে গেছে। কহন আইবে আমাগো কইয়া যায় নাই।
কল্যাণকলস গ্রামের খারিজ্জমা ডিগ্রি কলেজের শিক্ষার্থী ও আবু জাফরের স্ত্রী শিরিনের প্রতিবেশী বাহাদুর বলেন, প্রশ্ন ফঁাস করা অন্যায়। সে যে এমন কাজ করতে পারে তা ভাবতে পারছি না।
আবু জাফরের গ্রামের বাড়ি কলাগাছিয়ার জসিম সিকদার বলেন, গত আড়াই তিন বছর আগে ৩৯ শতাংশ জমির উপর একটা বিল্ডিং এর কাজ শুরু করছে। এহোনো শ্যাষ করতে পারে নাই। ওই গ্রামের খালেক সিকদার বলেন, হেরা ভাইরা মিল্লা একটা এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসা চালু করছিল। কিন্তু গত ঈদের এক সপ্তাহ আগেও হেইয়া বন্ধ কইরা দেয়। এহন ৫-৭জন ছাত্র আয় হেগো নূরানী শিক্ষা দেয়।
আবু জাফরের গ্রামের বাড়ি কলাগাছিয়া মিয়াবাড়ি নূরানী হাফিজিয়া মাদ্রাসা ও ল্লিা বোর্ডিং ও এতিম খানার ইমাম হাফেজ মো. ইমাম হোসেন বলেন, এখন এখানে হাফেজি পড়ানো হয় না। সকালে শুধু নূরানী পড়ানো হয়।
আবু জাফরের প্রতিবেশী বলেন, জাফরের ভাই মাওলানা মো. জাকির হোসেনের তিন ছেলেকে চাকরী দেওয়ার কথা শুনেছি। এর মধ্যে এক ছেলে তাইরান বাংলাদেশ সুপ্রিম কোর্টে, সিয়াম রাজউকে এবং আরেক ছেলে ইমরার একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি দিয়েছে বলে জেনেছি। কিন্তু কীভাবে চাকরি হয়েছে তা আমরা জানি না।
কলাগাছিয়া ইউপি চেয়ারম্যান মো. মাইনুল সিকদার জানান, আবু জাফর এলাকায় খুব কম আসতো। সে গ্রামের বাড়িতে একটি বাড়ি নির্মাণ করছিল। আর তাদের আগের যেসব জমিজমা ছিল তা নদীতে ভেঙ্গে গেছে।
৪ ঘন্টা ৪৪ মিনিট আগে
৪ ঘন্টা ৪৫ মিনিট আগে
৫ ঘন্টা ৮ মিনিট আগে
৫ ঘন্টা ৮ মিনিট আগে
৫ ঘন্টা ১৯ মিনিট আগে
৫ ঘন্টা ৪৪ মিনিট আগে