জীবিকার তাগিদে কিংবা অভাবের তাড়নায় নয় বরং শখের বসে দীর্ঘ তিন যুগ ধরে বরশি দিয়ে মাছ ধরে আসছেন নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার নিতাই ইউনিয়নের নিতাই ডাঙ্গাপাড়া গ্রামের মৃত রহিম উদ্দিনের ছেলে আতাবুল (৬০)।
মঙ্গলবার দুপুরে উপজেলার কালুরঘাট ব্রিজ এর নিচে বরশি দিয়ে মাছ ধরছেন তিনি। সরেজমিনে দেখা গেছে, কালুরঘাট ব্রিজের নিচে প্রখর রোদে ছাতা মাথায় দিয়ে ধৈর্য সহকারে চারাল কাটা নদীতে বরশি দিয়ে মাছ ধরতে গভীর ধ্যানে বসে আছেন তিনি। জানা যায়, বাল্যকাল থেকেই তিনি মাছ ধরতে খুব পছন্দ করতেন। সেই বাল্যকাল থেকে মাছ ধরাই এখন তার নেশা হয়ে দাড়িয়েছে। কিন্তু জীবিকার তাগিদে কিংবা অভাবের তাড়নায় নয় বরং শখের বসে সকাল বেলায় ঘর থেকে বের হয়ে রাত্রি অবধি সময় নষ্ট করেন মাছ ধরার পিছনে। সারাদিন ঘন্টার পর ঘন্টা বসে থাকেন বরশি ফেলে। এতে মাছ পেলেও খুশি না পেলেও খুশি থাকেন তিনি। কিছু আবাদি জমি দিয়ে চাষাবাদ করে কোনো রকমে চলে তার সংসার। তারপরও শখের বসে দিনের পর দিন সময়কে উপেক্ষা করে হাতে বরশি নিয়ে চলে যান মাছ ধরার গন্তব্যে। শৌখিন ব্যক্তি আতাবুল জানান, ছোট বেলা থেকেই মাছ ধরতেন তিনি। মাছ মারতে মারতে এখন মাছ ধরা শখে পরিনত হয়েছে। শখের বসে নিজ এলাকায় থেমে থাকেনি তিনি। মাছ ধরার জন্য ছুটে চলেন দুর দুরান্তে। বর্তমানে তার সংসারে দুই মেয়ে এক ছেলে। বড় দুই মেয়েকে বিয়ে দিয়েছেন। আর এক ছেলে পড়ছেন রংপুর কারমাইকেল কলেজে। তার বাকী জীবন টাও মাছ ধরে পার করতেন চান তিনি।
৪ ঘন্টা ৪৪ মিনিট আগে
৪ ঘন্টা ৪৫ মিনিট আগে
৫ ঘন্টা ৮ মিনিট আগে
৫ ঘন্টা ৮ মিনিট আগে
৫ ঘন্টা ১৯ মিনিট আগে
৫ ঘন্টা ৪৪ মিনিট আগে